ভারতের পাশে শুধু ইসরায়েল, আর কোনো দেশ নেই : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ৯, ২০২৫

শুধু ইসরায়েল ছাড়া ভারতের পাশে আজ আর কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি বলেন, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্বের বেশিরভাগ দেশ নিরপেক্ষ অবস্থান নিয়েছে।

শুক্রবার (৯ মে) পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পাশে রয়েছে। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা প্রতিদিনই ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, চীন ও কাতারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

এদিকে ভারতের সেনাবাহিনী দাবি করেছে, ৮ ও ৯ মে রাতে পাকিস্তান পুরো পশ্চিম সীমান্তে হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, বৃহস্পতিবার জম্মু, উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

তবে এই অভিযোগ নাকচ করে পাকিস্তান জানায়, জম্মু ও কাশ্মিরে কোনো হামলায় তারা জড়িত নয়। প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘ভারতের অভিযোগ ভিত্তিহীন ও প্রমাণহীন।’

এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মিরে রেড অ্যালার্ট জারি করে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে ব্ল্যাকআউট ঘোষণা করে বেসামরিক প্রশাসন। এতে করে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Nagad

শুক্রবার সকালেও সীমান্তে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে হতাহতের তথ্য দেয়নি। জম্মু ও কাশ্মিরের সব শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে এবং পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা বলে মনে করছে ভারত। পাকিস্তানকে এর পেছনে পরোক্ষভাবে দায়ী করে দেশটি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।

জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দেয় এবং ভারতের জন্য নিজেদের আকাশসীমা ও বাণিজ্য পথ বন্ধ করে দেয়। এর পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে, যা রীতিমতো যুদ্ধাবস্থার রূপ নিয়েছে।