দুর্দান্ত পারফরম্যান্স করে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৩

চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা।
দুর্দান্ত পারফরম্যান্সে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে এই গোলে ভাসাল আর্জেন্টিনা। এই জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। ‘গ্রুপ এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ সেরা হয়ে দলটি পা রাখল শেষ ষোলোতে।

বাংলাদেশ সময় শনিবার (২৭মে) ভোরে ‘এ’ গ্রুপের ম্যাচে দলটির পক্ষে একটি করে গোল করেন আগনাসিও ম্যাস্ট্রো পুচ, গিনো ইনফান্তিনো, লুকা রোমেরো, ব্রায়ান আগুয়েরে ও আলেজো ভেলিজ।

ম্যাচের ১৪ মিনিটে স্ট্রাইকার ইগনাসিও মায়েস্ত্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫তম মিনিটে স্কোর বোর্ডে আরও একটি গোল যোগ করেন রোমেরো। এতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।

বিরতির পর ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এক হালি পূর্ণ করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬ মিনিটে পঞ্চম গোলটি আসে আলেজো ভেলিজর পা থেকে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল। আর দ্বিতীয় ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই শেষ ষোলো নিশ্চিত করেছিল।

Nagad