চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইতিহাস গড়ল ইন্টার-বার্সা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের ৭০ বছরের ইতিহাসে সেমিফাইনালের সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছে ইন্টার মিলান ও বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ১৩ গোলের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে অ্যাগ্রিগেটে ৭-৬ ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে উঠেছে ইন্টার।

মঙ্গলবার (৬ মে) রাতে সান সিরোতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ইন্টার ৪-৩ গোলে হারায় বার্সেলোনাকে। এর আগে কাম্প ন্যুতে প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে থেকে ১ জুন ফাইনালের টিকিট নিশ্চিত করে নেরাজ্জুরিরা।

এই গোলসংখ্যা ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনালের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছে। এর আগে ২০১৮ সালে লিভারপুল ও রোমার মধ্যকার সেমিফাইনালেও একই সংখ্যক ১৩ গোল হয়েছিল। ওই বছর লিভারপুল প্রথম লেগে ৫-২ গোলে জিতলেও ফিরতি লেগে ৪-২ গোলে হেরে যায়, তবুও ৭-৬ ব্যবধানে ফাইনালে ওঠে।

তবে সেই ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি না, সেটাই এখন প্রশ্ন। ইন্টারের সামনে সুযোগ ইতিহাস বদলে দেওয়ার।

১ জুন ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল বা পিএসজি। খেলা হবে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। এই মাঠে অনুষ্ঠিত শেষ তিনটি ফাইনালের প্রতিটিতে দেখা মিলেছে নতুন চ্যাম্পিয়নের। তাই ইতিহাস বলছে, ইন্টারের কাজ সহজ হবে না।

তবে এমন দাপুটে পারফরম্যান্সের পর ইন্টারকে নিয়ে অনুমান করা কঠিন। এবার কি রোমাঞ্চকর সেমির পর ইতিহাসের মঞ্চে নাম লেখাতে পারবে তারা?

Nagad