রাজধানীসহ বিভিন্ন স্থানে কালবৈশাখী, ঢাকায় স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

রাজধানীর গুলশান-২ নাম্বর থেকে ছবিটি তোলা: ছবি- শাহজালাল রোহান

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী বয়ে যাচ্ছে। গ্রীষ্মের দুপুরে দুর্বিষহ গরমের পর একপশলা বৃষ্টিতে বেশ স্বস্তিতে রাজধানীবাসী। আজ শনিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই বৃষ্টি স্বস্তি এনে দেয় নগরজীবনে।

শনিবার (২৭মে) সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আকাশে মেঘের পরিমাণ। দুপুর নাগাদ আকাশ কালো হয়ে চারদিক অন্ধকার হয়ে আসে। এরপর শুরু হয় ঝড়ো হাওয়া। বাতাসের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সন্ধ্যার মধ্যে দেশের ছয়টি বিভাগের বহু জায়গায় এবং দুটি বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।