করোনার নতুন ভ্যারিয়েন্ট সপ্তাহে সাড়ে ৬ কোটি সংক্রমণের আশঙ্কা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

চীনে আবারও করোনাভাইরাসের সংক্রমণের ঢেউ আছড়ে পড়েছে। ‘এক্সবিবি’ নামক করোনার এই নতুন ভ্যারিয়েন্টটির মোকাবিলায় টিকাদান বাড়ানোর কথা ভাবছে চীনের প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট জুন মাসে শীর্ষে পৌঁছাতে পারে এবং সপ্তাহে সাড়ে ৬ কোটি করে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ‌‘এক্সবিবি’ ভ্যারিয়েন্টের কারণে এই উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর চীন ‘জিরো কোভিড’ নীতি থেকে সরে আসার পর নতুন ভ্যারিয়েন্টটি ইমিউন সিস্টেমকে দমন করছে বলে মনে করা হচ্ছে।

গত শীতে চীন কঠোর জিরো-কোভিড নীতি পরিত্যাগ করার পর নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সবচেয়ে বড় তরঙ্গ হতে পারে। যদিও চীনের সরকারী সূত্র দাবি করছে, সাম্প্রতিক উত্থান সেই অর্থে মারাত্মক হবে না।

তবে দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনায় বয়স্কদের মৃত্যু ঠেকাতে টিকাদান কর্মসূচির প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতেও অ্যান্টিভাইরাস সরবরাহ করা প্রয়োজন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানিয়েছে, এর আগে দেশটিতে একদিনে তিন কোটি সত্তর লাখ মানুষের আক্রান্ত হওয়ার রেকর্ড হয়েছিল। এটিই এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড।

Nagad

এক্সবিবি হলো- ওমিক্রনের বিএ.২.৭৫ এবং বিজে.১ এর সাব-ভ্যারিয়েন্টের একটি হাইব্রিড সংস্করণ। এতে ইমিউনকে দুর্বল করে ব্যাপক সংক্রমণের ক্ষমতা রয়েছে।

সারাদিন/২৭ মে/এমবি