মুম্বাইকে হারিয়ে আবারও ফাইনালে গুজরাট

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে শুবমান গিলের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল গুজরাট টাইটান্স। শেষ পর্যন্ত রানের সেই পাহাড় টপকাতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার (২৬ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬২ রানের ব্যবধানে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্স। এখন আইপিএলের শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।

এর আগে এদিন ২৩৩ রানের রেকর্ড পুঁজি গড়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের ১৭১ রানে গুটিয়ে দেয় শিরোপাধারীরা। চার ইনিংসের মধ্যে তৃতীয় সেঞ্চুরিতে ৬০ বলে ১২৯ রানের ইনিংস খেলে গুজরাটের জয়ের নায়কদের একজন গিল। ১০ ছক্কা এবং ৭ চারে গড়া তার ইনিংসটি।

পরে বল হাতে আলো ছড়ান মোহিত শর্মা। এই পেসার ২.২ ওভারে স্রেফ ১০ রান দিয়ে নেন ৫ উইকেট। আগামীকাল (২৮ মে) রোববার শিরোপা লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স।

সংক্ষিপ্ত স্কোর:

গুজরাট টাইটান্স: ২০ ওভারে ২৩৩/৩।
(ঋদ্ধিমান ১৮, গিল ১২৯, সুদর্শন ৪৩, পান্ডিয়া ২৮*, রশিদ ৫*; বেহরেনডর্ফ ৪-০-২৮-০, গ্রিন ৩-০-৩৫-০, মাধওয়াল ৪-০-৫২-১, জর্ডান ৪-০-৫৬-০, চাওলা ৩-০-৪৫-১, কার্তিকেয়া ২-০-১৫-০)।

Nagad

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮.২ ওভারে ১৭১।
(রোহিত ৮, ওয়াধেরা ৪, গ্রিন ৩০, সূর্যকুমার ৪৩, তিলক ৪৩, বিনোদ ৫, ডেভিড ২, জর্ডান ২, চাওলা ০, কার্তিকেয়া ৬, বেহরেনডর্ফ ৩*; শামি ৩-০-৪১-২, পান্ডিয়া ২-০-২৪-০, রশিদ ৪-০-৩৩-২, নূর ৪-০-৩৫-০, লিটল ৩-০-২৬-১, মোহিত ২.২-০-১০-৫)।

ফল: গুজরাট টাইটান্স ৬২ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: শুবমান গিল।

সারাদিন/২৭ মে/এমবি