বিশ্ব বাজারে স্বর্ণের দাম আরও কমলো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের টানা দরপতন ঘটছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩১ ডলার। এর আগের সপ্তাহে কমেছে আরও ৩৪ ডলার। টানা দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৬৫ ডলার।

এই পরিস্থিতিতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করতে রোববার (২৮ মে) বৈঠকে বসবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দায়িত্বশীলরা। ওই বৈঠক থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এতে মে মাসেই প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলার কমে যায়। ০৪ মে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫৪ ডলার পর্যন্ত উঠে। এরপর থেকে ধারাবাহিকভাবে স্বর্ণের দাম কমতে দেখা যাচ্ছে।

গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৯৭৭ ডলার। সপ্তাহ শেষ তা কমে ১ হাজার ৯৪৫ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩১ দশমিক ৭ ডলার। আগের সপ্তাহে কমে ৩৩ দশমিক ৭৮ ডলার। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৬৫ ডলার।

তবে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ মে) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৪৪ ডলার ৪৫ সেন্টে। গত ২২ মার্চের পর যা সর্বনিম্ন।

সারাদিন/২৭ মে/এমবি 

Nagad