ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ফল উৎসব

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফল উৎসব। প্রায় হারিয়ে যাওয়া দেশীয় নানা জাতের ফলের সাথে পরিচিতি ঘটলো বর্তমান প্রজন্মের। শনিবার দিনভর ফলের পসরা সাজিয়ে যেন উৎসবে মেতেছিল ঝিনাইদহের মনিংবেল চিল্ড্রেন একাডেমীর শিক্ষার্থীরা।

আয়োজকরা জানায়, মধুমাসে নতুন প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিত করা লক্ষ্যে শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিল্ড্রেন একাডেমী আয়োজন করে ফল উৎসবের। দিনভর এই উৎসবে শিক্ষার্থীরা আম, জাম, লিচু, কাঠাল, জামরুল, তরমুজ, পেয়ারা, পেঁপে, কলা, ডেওয়া, আশফলসহ প্রায় ৩০ প্রকার দেশীয় ফলের পসরা বসায়।

আয়োজক মর্নিংবেল চিলড্রেন একাডেমীর প্রধান শিক্ষক শাহীনুর আলম লিটন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ফলের পসরা সাজিয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা নানান জাতের ফলের সাথে পরিচিত হচ্ছে। যে ফলগুলো বিলুপ্ত প্রায় সেই ফলগুলে এখানে প্রদর্শিত হয়েছে। পরবর্তী প্রজন্মের সাথে দেশীয় ফলের পরিচিতি করানোই এ আয়োজনের মুল উদ্দেশ্যে।