ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৯৫ জন, রোগী ছাড়াল ২ হাজার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

Saradin.news

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্তের রেকর্ড। এর আগে গত ২৭ মে একদিনে সর্বোচ্চ ৮০ জন এবং গতকাল মঙ্গলবার (৩০ মে) সর্বোচ্চ ৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮২ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। বাকি ১৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ নিয়ে চলতি বছরের প্রথম দিন থেকে আজ বুধবার পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২২ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ১৪৮ জন। পরের বছর ডেঙ্গু রোগের বিস্তার ঘটেনি। ২০২১ সালের মাঝামাঝি ও ২০২২ সালে এসে উদ্বেগজনকহারে বাড়তে থাকে ডেঙ্গু রোগী।