৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট পেশ আজ, সংসদে অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জুন ১, ২০২৩

কোভিড অভিঘাতের পর চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি এবং মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জকে সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট পেশ করবেন। ইতোমধ্যে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করতে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (১ জুন) বাজেট ঘোষণার জন্য সকাল সোয়া ১১টার দিকে সংসদে এসে পৌঁছান তিনি।

এবার বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি। এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম বাজেট। প্রচলিত রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরের আগে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করে নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের প্রতিপাদ্য: ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ (বৃহস্পতিবার)। আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

Nagad