ইমরান খানের খবর প্রকাশে সেনাবাহিনীর নিষেধাজ্ঞা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩

ছবি- সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সেনাবাহিনী।

সম্প্রতি গণমাধ্যম মালিকদের ডেকে এক গোপন বৈঠকে এই নির্দেশনা দেওয়ার পর পাকিস্তানের অধিকাংশ টিভি ও সংবাদপত্র থেকে ইমরান খানের সংবাদ উধাও হয়ে গেছে। দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

গত বছর অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর থেকেই প্রায় প্রতিদিনই ইমরান খান পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম হয়েছেন। গত ০৯ মে তাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা চালায় তার সমর্থকরা। ফলে আরও ফলাও করে প্রচার হতে থাকে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সংবাদ।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি সপ্তাহে গোপন ওই বৈঠক হয়। বৈঠকে যোগ দেওয়া বাধ্যতামূলক ছিল। এতে ইমরান খানের সব ধরনের সংবাদ বন্ধ করতে সরাসরি নির্দেশ দেওয়া হয় বলে দাবি করেছেন পিটিআই নেতা বাবর আওয়ান। একাধিক সাংবাদিক তাকে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানান বাবর আওয়ান।

সারাদিন/০৪ জুন/এমবি 

Nagad