ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি শিশু নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

ইসরাইলি গুলিতে ফিলিস্তিনের শিশু মোহাম্মেদ তামিমি নিহত, ছবি- সংগৃহীত

বাবার সাথে নিজের বাড়ি থেকে বের হবার সময় ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনের তিন বছর বয়সী শিশু নিহত হয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরের নাবি সালেহ এলাকায় নিজের বাড়ি থেকে বের হবার সময় মোহাম্মেদ তামিমি ও তার বাবা গুলিবিদ্ধ হয়। আহত হওয়ার চারদিন পর শিশু তামিমি মৃত্যু হয়। চলতি বছর সহিংসতায় নিহত হওয়া ফিলিস্তিনিদের সবচেয়ে কম বয়সী শিশু তামিমি।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ওই এলাকার খুব নিকটবর্তী ইহুদি বসতিতে দুই বন্দুকধারীকে তাড়া করার সময় গুলি চালায় সৈন্যরা। ওই ঘটনার পর এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী ‘বেসামরিক নাগরিকদের’ ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

তিনি বলেন, ইসরাইলি সেনাবাহিনী নাবি সালেহের প্রবেশদ্বারে একটি গাড়িতে অতর্কিত হামলা চালানোর অপেক্ষায় ছিলো এবং গাড়িটি কাছে আসার সাথে সাথে তারা গুলি চালায়।

গুলিতে নিহত শিশু মোহাম্মেদ তামিমির বাবা হাইথাম তামিমি ফিলিস্তিনের হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ইসরাইলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের দ্বারা প্রায় ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছেন।

Nagad

সারাদিন/০৬ জুন/এমবি