আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৩

নামের কারণে উড়োজাহাজে ভ্রমণ ১০ বছর নিষিদ্ধ

কথায় আছে, নামে নামে যমে টানে। যুক্তরাজ্যের ২১ বছর বয়সী কাইরান হ্যারিসের ক্ষেত্রেও প্রবাদটি খাটে। অবশ্য হ্যারিসের বিষয়টি ততটা গুরুতর নয়। নামের মিল থাকায় ইজিজেট এয়ারলাইনস তাঁকে ১০ বছরের জন্য তাদের উড়োজাহাজে ভ্রমণ নিষিদ্ধ করেছে। শুধু নামই নয়, হ্যারিসের জন্মতারিখও তাঁকে এই বিপাকে ফেলেছে।ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে স্পেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চেশায়ারের বাসিন্দা হ্যারিস। কিন্তু তাঁদের ফ্লাইট ছেড়ে যাওয়ার এক দিন আগেই ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনাটি। এয়ারলাইনসটির পক্ষ থেকে ই–মেইলে জানিয়ে দেওয়া হয়, ‘অতীতে শৃঙ্খলাবিরোধী কাজ করায়’ তিনি তাদের ফ্লাইটে চড়তে পারবেন না। হ্যারিসকে আরও জানিয়ে দেওয়া হয়, তিনি এই এয়ারলাইনসের ‘১০ বছর উড্ডয়ন নিষেধাজ্ঞার’ তালিকায় রয়েছেন। আর এই নিষেধাজ্ঞা শেষ হবে ২০৩১ সালের মার্চ মাসে। ভ্রমণের আগমুহূর্তে এয়ারলাইনসের পক্ষ থেকে এমন বার্তা পেয়ে হ্যারিসের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সূত্র: প্রথম আলো

কাখোভকা বাঁধ বিপর্যয়ে ঝুঁকিতে পরমাণুকেন্দ্র

রাশিয়ার দখলকৃত অঞ্চলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ‘কাখোভকা বাঁধে’ গতকাল মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বাঁধটি ধ্বংস হওয়ার পর একটি শহরসহ কয়েক ডজন গ্রাম প্লাবিত হয়েছে। ওই এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাঁধটি ধ্বংস হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করা শুরু হয়েছে।ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করেছে, এটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।রাশিয়ার দখল করা ইউরোপের সর্ববৃহৎ ‘জাপরিঝিপিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে’ শীতল পানি সরবরাহ করা হয় এই কাখোভকা বাঁধ থেকে। এটি ধ্বংস হওয়ায় ওই পরমাণুকেন্দ্রের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে শঙ্কা দেখা দিয়েছে। কাখোভকা বাঁধ বিপর্যয়ে ঝুঁকিতে পরমাণুকেন্দ্রকাখোভকা বাঁধ ধ্বংস হওয়ায় ওই অঞ্চলে বসতির সবচেয়ে বড় কেন্দ্র খেরসনের মানুষ এখন উঁচু এলাকার দিকে ছুটছে। সূত্র: কালের কণ্ঠ

সেনা আদালতে বিচার হতে পারে ইমরানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির দুর্নীতি মামলায় গ্রেফতারির বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল পাকিস্তান। ৯ মে দেশটির বিভিন্ন প্রান্তে সেনা ও সরকারি সম্পত্তিতে হামলা চালায় ইমরান সমর্থকরা। সেই নিয়ে একাধিক মামলা হয়েছে। সেনা আদালতেই সেই মামলার বিচার হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। যদিও ওই ঘটনায় এখনো ইমরানের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এ মামলায় হাজার হাজার পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। গতকাল এ নিয়ে সরকারের সমালোচনা করেন ইমরান। তিনি বলেন, পাকিস্তান এখন অন্ধকার যুগে বাস করছে। সুপ্রিম কোর্টের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, ‘সুপ্রিম কোর্টের নীরবতার সুযোগ নিয়ে সমর্থকদের পরিবারের বিরুদ্ধে নাৎসি জার্মানির সময়কার ‘কিন পানিশমেন্টআইন’ প্রয়োগ করা হচ্ছে পাকিস্তানে।’গণমাধ্যম থেকে হঠাৎ উধাও ইমরান : পাকিস্তানের মূলধারার গণ মাধ্যমগুলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আর কোনো সংবাদ প্রকাশ করছে না। গত মাসে পাকিস্তানে একটি দাঙ্গায় জড়িতদের সম্পর্কে কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা (পিইএমআরএ)। সোমবার রয়টার্সের এক জরিপে দেখা গেছে, এরপর থেকে ইমরান সম্পর্কে আর কোনো সংবাদ গণমাধ্যমে আসছে না। পাকিস্তানের সম্প্রচার মাধ্যমে ইমরান খান অতি পরিচিত মুখ। তার সবকিছুই টিভিতে ব্যাপকভাবে সম্প্রচার করা হতো-সূত্র: বিডি প্রতিদিন

ইউক্রেনের জলবিদ্যুৎ বাঁধে হামলা
১৫০ টন ইঞ্জিনের তেল ছড়িয়ে পড়েছে দিনিপ্রো নদীতে

Nagad

ভয়ংকর বিস্ফোরণে রাশিয়ার অধিকৃত দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ নোভা কাখোভকা জলবিদ্যুৎ বাঁধের একাংশ উড়িয়ে দিয়েছে রাশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। অভিযোগের আঙুল সরাসরি রুশ বাহিনীর দিকে তুলছে ইউক্রেন। পালটা অভিযোগে স্থানীয় রুশ গভর্নর বলছেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময়ই ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধটি। আবার অনেক রুশ কর্মকর্তার দাবি বাঁধটি আগের কিছু ত্রুটির কারণে নিজেই ভেঙে পড়েছে। রয়টার্স।

Advertisement

বাঁধটি ভেঙে যাওয়ার পর ১৫০ টন ইঞ্জিনের তেল দিনিপ্রো নদীতে ছড়িয়ে পড়েছে। এমনটাই দাবি কিয়েভের। ইউক্রেনের দাবি এ ঘটনায় শুধু ক্ষয়ক্ষতি হয়নি বরং এটি পরিবেশের ওপরও মারাÍক ‘নেতিবাচক প্রভাব’ ফেলবে। বিধ্বংসী এ হামলার পরপরই টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি রুশদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেন এবং জানান, ‘কাখোভকা জলবিদ্যুৎ বাঁধের অভ্যন্তরীণ কাঠামোতে বিস্ফোরণ ঘটনা এটাই নিশ্চিত করে ইউক্রেনীয় ভূমির প্রতিটি কোণ থেকে তাদের বিতাড়িত করতে হবে।’ এ ঘটনায় দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন জেলেনস্কি।জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ফাটল দিয়ে ভয়ংকর বেগে শুরু হয়েছে পানিপ্রবাহ। ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে। ভিডিওতে দেখা যায় বাঁধের অবশিষ্টাংশের মধ্য দিয়ে ৩০ মিটার (গজ) লম্বা এবং ৩.২ কিমি. (২ মাইল) উঁচু ঢেউ উঠেছে। সূত্র: যুগান্তর

ঐতিহ্য ভেঙে আদালতে হাজিরা প্রিন্স হ্যারির

১৩০ বছরের মধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য হিসেবে আদালতে সাক্ষ্য দিয়ে বিরল ইতিহাস সৃষ্টি করেছেন প্রিন্স হ্যারি। তিনি মঙ্গলবার ইংরেজি ভাষার সংবাদপত্র ‘ডেইলি মিরর’-এর প্রকাশকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হন।প্রিন্স হ্যারি মিররের ওই প্রকাশকের বিরুদ্ধে বেআইনিভাবে ফোন হ্যাকিং ও অন্যান্য গুপ্তচরবৃত্তির মামলা করেছেন। এই মামলায় সাক্ষ্য দিতেই এদিন আদালতে হাজির হন ব্রিটিশ রাজকুমার। বিবিসি জানায়, এদিন তিনি একটি কালো এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) গাড়িতে করে আদালতে আসেন। এই ইতিহাস সৃষ্টিকারী মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে আদালতের সামনে ভিড় জমিয়েছিলেন সাংবাদিকরা। তাদের পাশ কাটিয়েই আদালতে প্রবেশ করেন প্রিন্স হ্যারি। সূত্র: দৈনিক বাংলা।

ইভি ব্যাটারি কারখানা
ইউরোপের প্রাণকেন্দ্র হওয়ার দৌড়ে ফ্রান্স

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) জন্য ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রোলোজিয়াম উত্তর ফ্রান্সে গিগাফ্যাক্টরি তৈরির ঘোষণা দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে তাইওয়ানের বাইরে এটিই হবে কোম্পানির প্রথম কারখানা। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকে প্রোলোজিয়ামের প্রধান নির্বাহী ভিনসেন্ট ইয়াং এমন ঘোষণা দেন। খবর রয়টার্স।মাখোঁ ফ্রান্সে চারটি গিগাফ্যাক্টরি স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন, যেন দেশের দরিদ্র ও সাবেক খনিজীবীদের মধ্যে অর্থনৈতিক গতিশীলতা আসে। কর্মসংস্থান তৈরির পাশাপাশি ফ্রান্স পরিণত হয় ইউরোপের জ্বালানি খাতের অন্যতম প্রধান কেন্দ্রে। এর জন্য সরকারি ঊর্ধ্বতন পর্যায়ে বৈঠক করেন মাখোঁ। ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ভর্তুকি সুবিধার বিষয়ে জানানো হয়। বর্তমান ঘোষণাটি সে প্রকল্পেরই আংশিক বাস্তবায়ন। তবে প্রোলোজিয়াম শুধু না, পাশাপাশি অঞ্চলেই কারখানা স্থাপন করবে চীনের এনভিশন এইএসসি, স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান ভারকর ও এসিসি কনসোর্টিয়াম।
গিগাফ্যাক্টরি তৈরিতে আগ্রহী মার্সিডিজ ও স্টেলান্টিস। চীনের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা বিওয়াইডি ও মার্কিন প্রতিষ্ঠান টেসলাও স্থাপন করবে উৎপাদন কেন্দ্র। যদিও জার্মানি ও হাঙ্গেরিতে কারখানা স্থাপিত হয়েছে, তবু প্রযুক্তির পথে ফ্রান্সের হঠাৎ দৌরাত্ম্য চোখে পড়ার মতো। বিষয়টির দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ‘‌ফল আকাশ থেকে পড়েনি। এ পরিস্থিতি তৈরির পেছনে আমরা ছয় বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন দুনিয়ার সামনে পরিবর্তিত হচ্ছে ফ্রান্স।’ সূত্র: বণিক বার্তা।

সুদান সংঘাত: ফোনের আলোয় সিজারিয়ান; যুদ্ধাঞ্চলে শিশুর জন্ম

চলমান সংঘাতের কারণে সুদানের রাজধানী খার্তুমের বহু হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে। অল্প যে কয়েকটি হাসপাতাল চালু রয়েছে, সেগুলোতেও প্রায়ই বিদ্যুৎ থাকে না। ফলে শিশু জন্মদানের সময় মা ও স্বাস্থ্যকর্মীদের বিভীষিকাময় অভিজ্ঞতা মুখোমুখি হতে হয়। খবর বিবিসির। যুদ্ধবিধ্বস্ত প্রতিকূল পরিবেশে যখন মায়েদের সার্জারির দরকার হয়, তখন পরিস্থিতি যেন আরও কঠিন হয়ে পড়ে। দেশটির প্রসূতি রোগ বিশেষজ্ঞ হোয়াইদা আহমেদ আল-হাসসান বলেন, “সিজারিয়ান অপারেশনে শিশু জন্ম দিতে আমরা মোবাইল ফোনের আলোর ওপর নির্ভর করছি।”বিবিসিতে চিকিৎসক হোয়াইদার প্রেরণকৃত এক ভিডিওতে দেখা যায়, গ্লাভস হাতে তিনি এক প্রসূতি মায়ের সিজার করার সময় তার পাশে উপস্থিত থাকা নার্সেরা মোবাইলের টর্চ দিয়ে অপারেশন থিয়েটার আলোকিত করার চেষ্টা করছেন। রাজধানী খার্তুমের উত্তরে অবস্থিত আলবান জাদিদ হাসপাতালের অল্প কয়েকজন প্রসূতি রোগ বিশেষজ্ঞের মধ্যে হোয়াইদা একজন। অঞ্চলটিতে নানা ভাগে বিভক্ত সামরিক দলগুলো একে ওপরের সাথে যুদ্ধে লিপ্ত।চিকিৎসক হোয়াইদার বিবিসিকে প্রেরণকৃত আরেক ভিডিওতে দেখা যায়, হাসপাতালটির ওয়ার্ডগুলোতে নার্সরা প্রসূতি মায়েদের খুবই প্রতিকূল পরিস্থিতিতে সেবা দিচ্ছেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড্

কুয়েতে সংসদ নির্বাচনের ভোট চলছে, ফল ঘোষণা কাল

উপসাগরীয় দেশ কুয়েতে চলছে সপ্তম সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (০৬ জুন) সকাল ৮টায় দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে রাত ৮টা পর্যন্ত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েত একমাত্র উপসাগরীয় দেশ যেখানে নির্বাচিত সংসদ সদস্য থাকেন। তারা সরকারকে জবাবদিহির মুখোমুখি করতে পারেন।
এবারের নির্বাচনে সাত লাখ ৯৩ হাজারের বেশি ভোটার ভোট দিচ্ছে বলে আশা করা হচ্ছে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। সূত্র দেশ রুপান্তর

যুক্তরাষ্ট্রে স্কুলের অনুষ্ঠানে গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান উপলক্ষ্যে জড়ো হওয়া ভিড়ের ওপর গুলি চালিয়ে দুই জনকে হত্যা ও পাঁচজনকে আহত করেছে এক বন্দুকধারী।মঙ্গলবার অঙ্গরাজ্যের রিচমন্ড শহরের হিউগেনট হাইস্কুলের শিক্ষার্থীদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মিলনায়তনে অনুষ্ঠানটি হচ্ছিল, সেখান থেকে একদল লোক বের হয়ে আসার পর সন্দেহভাজন বন্দুকধারী ভিড়ের মধ্যেই পূর্বপরিচিত একজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই ব্যক্তিসহ দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হন।পুলিশ ১৯ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে। সূত্র: বিডি নিউজ

গ্রেফতার এড়াতে আদালতের শরণাপন্ন ইমরান খানের স্ত্রী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে আল–কাদির ট্রাস্ট দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি মামলা করা হয়েছে। সেসব মামলায় ইমরানের সঙ্গে সঙ্গে তার স্ত্রী বুশরা বিবিকেও আসামি করা হয়েছে। এখন এসব মামলায় সম্ভাব্য গ্রেফতার এড়াতে লাহোর হাইকোর্টে পিটিশন করেছেন বুশরা।গত ৯ মে’র বিক্ষোভের পর দেশজুড়ে পিটিআই কর্মীদের বিরুদ্ধে চলমান পুলিশি অভিযানের মধ্যেই মঙ্গলবার (৬ জুন) এ পিটিশন জমা দেন বুশরা বিবির আইনজীবী। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশনে ‍বুশরা বিবি লিখেছেন, দেশজুড়ে তার বিরুদ্ধে যত মামলা করা হয়েছে, সেগুলোর যেকোনো একটি বা একাধিক মামলায় তাকে গ্রেফতারের আশঙ্কা রয়েছে। তাই গ্রেফতার এড়াতে তিনি আদালতের নির্দেশনা চান। সূত্র: জাগো নিউজ