‘ঢাকাকে বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ কর‍তে হবে’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩

ঢাকা শহরকে বাঁচাতে হলে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ কর‍তে হবে। এটি আমার এবং কাউন্সিলরদের দাবি-বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (৭ জুন) রাজধানীর মিরপুরে রূপনগর খাল সংলগ্ন লিংক রোডের উন্নয়ন কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, সিএস দাগ অনুযায়ী ঢাকার খালগুলো অনেক চওড়া ছিল। বর্তমানে মহানগর জরিপে ছোট হয়ে গেছে। নদীর সীমানা যদি সিএস দাগ অনুযায়ী হয় খালের সীমানাও সিএস দাগ অনুযায়ী হতে হবে। সিএস দাগ অনুযায়ী যেখানে ১১০ ফিট চওড়া খাল ছিল মহানগর জরিপে সেটি ১০ ফিট হয়ে গেছে। কতিপয় অসাধু লোকজন বাকি ১০০ ফিট দখল করে ফেলেছে।

তিনি বলেন, এভাবে খাল দখল হওয়ায় নগরের পরিবেশ ধ্বংস হচ্ছে। গাছ কেটে মাঠ দখল করে ভবন বানানো হচ্ছে। পরিবেশ ধ্বংস করায় পরিবেশ আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। ন্যাচারবেজ সলিউশনের জন্য খাল উদ্ধার করতে হবে। মাঠ দখলমুক্ত করতে হবে। গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ যারা ধ্বংস করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ডিএনসিসির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন টেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী প্রমুখ।

Nagad