আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৩

ইউক্রেনে বাঁধে ধস
উদ্ধারের জন্য আহাজারি খেরসনের প্লাবিতদের

ইউক্রেনের কাখোভকা বাঁধ ধসের ঘটনায় গতকাল শুক্রবারও প্লাবিত বাড়িঘরের ছাদ থেকে কয়েক শ লোককে উদ্ধার করা হয়েছে। বন্যাকবলিত এলাকার আরো শত শত মানুষ উদ্ধারের আবেদন জানিয়েছে। সাহায্য প্রার্থীদের অনেকেই দিনিপ্র নদীর তীরে রুশ নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে। বাঁধটি ধসে যাওয়ার ফলে খেরসনের লক্ষাধিক মানুষ সুপেয় পানির চরম সংকটে পড়েছে।রাশিয়া ও ইউক্রেন উভয়েই একে অন্যকে বাঁধটিতে হামলার ব্যাপারে অভিযুক্ত করেছে। এই পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে নরওয়ের বিজ্ঞানীরা বলছেন, কাখোভকা বাঁধ থেকে পানি প্রবাহিত শুরু হওয়ার মুহূর্তে ওই এলাকায় একটি বিস্ফোরণের প্রমাণ পেয়েছেন তাঁরা। সূত্র: কালের কণ্ঠ

অ্যামাজনে উড়োজাহাজ বিধ্বস্তের ৫ সপ্তাহ পর ৪ শিশু উদ্ধার

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে অ্যামাজনের গভীর জঙ্গলে উড়োজাহাজ বিধ্বস্তের পাঁচ সপ্তাহের বেশি সময় পর চার শিশু জীবিত উদ্ধার হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ তথ্য জানিয়েছেন। খবর: বিবিসি’র। কলম্বিয়ার ক্যাকুয়েটা ও গুয়াভিয়ারে প্রদেশের সীমান্তবর্তী যে এলাকায় ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয় সেখান থেকে সামরিক বাহিনী চার শিশুকে উদ্ধার করেছে। এদের মধ্যে ১১ মাসের একটি শিশুও রয়েছে। শিশুরা জঙ্গলে মূলত ফল খেয়ে বেঁচে ছিল বলে জানা গেছে। বাকি তিনজনের বয়স ১৩, ৯ ও ৪ বছর বলে জানা গেছে।সামরিক বাহিনী উদ্ধার অভিযানে উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও তাদের সহযোগিতা করে। জঙ্গলে বেঁচে থাকার তাগিদে শিশুদের খাওয়া ফলের উচ্ছিষ্ট তাদের অবস্থান শনাক্ত করতে কাজে লেগেছে বলে জানা যায়। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো টুইটে বলেন, ‘গোটা দেশের জন্য আনন্দের, যে চারটি শিশু হারিয়ে গিয়েছিল, কলম্বিয়ার জঙ্গলে তাদের পাওয়া গেছে।’ সূত্র: সমকাল

ভারতের তালিকায় নেই ইউক্রেন

আসছে সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০টি শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশের জোট জি-২০’র শীর্ষ সম্মেলন। বর্তমানে জি-২০ জোটের প্রেসিডেন্টের দায়িত্বে আছে ভারত। এবারের সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটি। গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘আমাদের আমন্ত্রিত সদস্য এবং সংস্থাগুলোর জন্য জি-২০ সম্মেলন। গত বছরের ডিসেম্বরে আমরা জি-২০’র সভাপতিত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গেই সেই তালিকা ঘোষণা করেছিলাম।’ইউক্রেন জি-২০’র সদস্য নয়। তবে গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি।এপি বলছে, ভারতে জি-২০ সম্মেলনে ইউক্রেন আমন্ত্রণ পায়নি কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত রাশিয়া জি-২০ জোটের সদস্য হিসেবে সম্মেলনে আমন্ত্রিত। ভারত ইউক্রেন যুদ্ধ শুরু করায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানায়নি কিন্তু যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় জোর দেওয়া দেশগুলোর একটি। যদিও জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ তালিকায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ ভারত আমলে নেয়নি বলে এপিকে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, ‘আমন্ত্রণের বেলায় আমরা যুদ্ধের পক্ষ-বিপক্ষের বিষয়টি নিয়ে ভাবিনি, এমনকি সত্যি বলতে আমন্ত্রণ তালিকায় কে থাকবে, কে থাকবে না তা নিয়ে কারও সঙ্গে আলাপও করিনি।’ সূত্র; দেশ রুপান্তর

Nagad

ভারতে ১০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১১ দশমিক ৪ শতাংশ। মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক জরিপের বরাতে শুক্রবার এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ওই সমীক্ষায় আরও দেখা গেছে, ১৩ দশমিক ৬ কোটি মানুষর বা জনসংখ্যার ১৫ দশমিক ৩ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিসে আক্রান্ত।
দেশটিতে টাইপ-টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হলে বা তৈরি ইনসুলিন ঠিকমতো কাজ না করলে এই রোগে আক্রান্ত হন মানুষ। গবেষকরা বলেছেন, ভারতের জনসংখ্যার মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব আগের অনুমানের চেয়ে অনেক বেশি। এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা ছিল, দেশটিতে সাড়ে ৭ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং প্রায় আড়াই কোটির বেশি প্রি-ডায়াবেটিসে আক্রান্ত। অদূর ভবিষ্যতে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। এই গবেষণার প্রধান গবেষক ড. আর এম অঞ্জনা বলেন, প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ৬০ শতাংশের বেশি লোক পরবর্তী পাঁচ বছরে ডায়াবেটিসে আকান্ত হন। সূত্র: দৈনিক বাংলা।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের জায়গা দখল করেছে নিউইয়র্ক। এর আগে কয়েক বছর ধরে এ জায়গাটি ধরে রেখেছিল হংকং। লন্ডনের আর্থিক সমীক্ষা সংস্থা ইসিএ ইন্টারন্যাশনাল প্রকাশিত ২০২৩ সালের ‘কস্ট অব লিভিং র‌্যাঙ্কিং’ শীর্ষক রিপোর্টে দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রবাসী হিসেবে জীবনধারণের জন্য একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হবে যুক্তরাষ্ট্রের ওই শহরে। নতুন রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ডের জেনেভা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। খরচের হিসাবে চতুর্থ স্থানে ব্রিটেনের রাজধানী লন্ডন। পঞ্চম স্থানে এশিয়ার আর এক শহর সিঙ্গাপুর। গত বছর সিঙ্গাপুর ছিল ১৩ নম্বরে। গত বছরের তুলনায় বিশ্বের বড় শহরগুলোতে জীবনধারণের খরচ অনেকটাই বেড়ে গেছে বলে রিপোর্টে বলা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

মূল্যস্ফীতির ধাক্কায় মন্দার ঝুঁকিতে অস্ট্রেলিয়া

উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় সম্প্রতি সুদহার বাড়িয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। নীতিনির্ধারকদের নেয়া এমন সিদ্ধান্তে দেশটির অর্থনীতিকে নাজুক পরিস্থিতির তৈরি করেছে। পাশাপাশি প্রয়োজনমাফিক সুদহার আরো বাড়ানো তথা কঠোর আর্থিক নীতির ইঙ্গিত দিয়ে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে দেশটির অর্থনীতি বড় ধরনের মন্দার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, প্রায় এক বছর ধরে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের (আরবিএ) গভর্নর ফিলিপ লুই সফলভাবে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে কথা বলছেন। এ সময়ে দেশটির বেকারত্বের হার ৫০ বছরের সর্বনিম্ন স্তরের কাছাকাছি রেখেছেন। কিন্তু গভর্নরের সাম্প্রতিক বক্তব্যে পরিবর্তন এসেছে। বিস্ময়করভাবে সুদহার বাড়িয়ে ৪ দশমিক ১০ শতাংশ করেছেন এবং প্রয়োজনে আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, কর্মসংস্থান নিশ্চিতের তুলনায় মূল্যস্ফীতি কমানোর বিষয়টি গুরুত্ব পাবে। আরবিএ এপ্রিলে সুদহার ৩ দশমিক ৬ শতাংশ নির্ধারণ করেছিল। এ ধরনের পরিবর্তনের পর অর্থনীতিবিদরা আগেই ভেবেছিলেন সুদহার আরো বাড়ানো হতে পারে। তারা কমপক্ষে আরো একটি বৃদ্ধি এবং মন্দার ঝুঁকি বিবেচনা করেছিলেন। সূত্র: বণিক বার্তা।

চীনে গরমে সিদ্ধ হয়ে মরছে খাল-বিলের মাছ

বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমেই বেড়ে চলছে। ভয়াবহ গরমে রক্ষা পাচ্ছে না জল-স্থলের কেউই। তীব্র গরমে পানির তাপমাত্রা বেড়ে সিদ্ধ হয়ে মরছে চীনের গ্রামীণ জনপদের অসংখ্য খাল-বিলের মাছ। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি অঞ্চলের গ্রামবাসীর বরাতে এ তাপদহন দশার চিত্র তুলে ধরেছে স্থানীয় দৈনিক ‘সাউথ অব চায়না টুডে’। সিএনএনের খবরে বলা হয়েছে, গত মার্চ থেকে রেকর্ড ছাড়িয়েছে চীনের তাপমাত্রা। সাম্প্রতিক দিনগুলোতে চীনের ইউনান এবং সিচুয়ান প্রদেশে তাপপ্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট)। রেকর্ড ব্রেকিং এ তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে উঠছে মানুষসহ অবলা সব প্রাণীগুলোও। প্রচণ্ড গরম নাড়িয়ে দিয়েছে চীনের অর্থনৈতিক অবস্থাকেও। কৃষক ও গবাদিপশু পালকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পূর্ব জিয়াংসু প্রদেশের একটি খামারে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দমবন্ধ হয়ে মারা গেছে শত শত শূকর। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জনপ্রিয় খাবার মশলাদার খরগোশের মাথা। সেখানেও নেমে এসেছে বিপর্যয়। উচ্চ তাপমাত্রায় খামারগুলোতে একে একে মারা যাচ্ছে অসংখ্য খরগোশ। এতে একদিকে যেমন ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্যদিকে ঘাটতি থাকার কারণে চড়া দামে বাজার থেকে খরগোশ কিনতে হচ্ছে ক্রেতাদের। সূত্র; যুগান্তর।

ইমরান খান কেন পাকিস্তানের মিডিয়া থেকে গায়েব হয়ে গেলেন?

এটা অনেকটা পরাবাস্তব মুহূর্তই মনে হচ্ছিল। মঙ্গলবার রাতে লাইভ টিভি শো চলার সময় পাকিস্তানি উপস্থাপক কাশিফ আব্বাসি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এক আইনজীবীর দায়ের করা একটি আইনি নোটিশের বিষয়ে কথা বলছিলেন। মি. আব্বাসি তার নাম উচ্চারণ করলেন, পরে আবার নিজেকে থামিয়ে দিলেন: “তিনি আর্টিকেল ছয় এর অধীনে ইমরান খানের বিরুদ্ধে আবেদন করেছেন… আমি ক্ষমাপ্রার্থী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যানের বিরুদ্ধে আবেদন করেছেন।”আমরা মি. আব্বাসির সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কোন উত্তর দেননি।গত সপ্তাহে ইমরান খানের নাম বা তার ছবি পাকিস্তানের মিডিয়াতে খুঁজে পেতে বা শুনতে বেশ কসরতই করতে হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

রাষ্ট্রীয় গোপনীয় পারমাণবিক নথি রাখা ছিল ট্রাম্পের ওয়াশরুমে

যুক্তরাষ্ট্রের পারমাণবিক গোপনীয়তা ও সামরিক পরিকল্পনাসহ শত শত রাষ্ট্রীয় গোপনীয় নথির অব্যবস্থাপনার কারণে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগে তাকে তার ফ্লোরিডার বাড়ির বলরুম ও ওয়াশরুমহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় গোপনীয় নথি রাখা, তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।তিনি নথিপত্র ব্যবস্থাপনার তদন্তে বাধা দেওয়ারও চেষ্টা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
আগামী বছর হতে যাওয়া যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হওয়ার দৌঁড়ে থাকা ট্রাম্প অন্যায় কিছু করার কথা অস্বীকার করেছেন।ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নাউটার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। হোয়াইট হাউজের এই সাবেক সামরিক ভৃত্যের বিরুদ্ধে অভিযোগ, এফবিআইয়ের কাছ থেকে লুকানোর জন্য তিনি ফাইল সরিয়ে নিয়েছিলেন। সূত্র: বিডি নিউজ

ভয়াবহ গতি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, তীব্র হবে আরও

ভয়াবহ গতিতে এগিয়ে আসছে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয়। এ নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে ভারতীয় আবহাওয়া দফতর। শনিবার ভারতের সরকারি সংস্থাটি জানিয়েছে, আরও শক্তিশালী হবে অতি প্রবল ঘূর্ণিঝড়। বাড়বে ঝোড়ো হাওয়ার বেগ। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের-সংস্থাটি জানিয়েছে, শেষ ছয় ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে উত্তরদিকে অগ্রসর হয়েছে অতি প্রবল ঘূ্র্ণিঝড় বিপর্যয়। শনিবার রাত আড়াইটার দিকে সেটি পূর্ব-মধ্য আরব সাগরের উপরে অবস্থান করছে। এটি গোয়া থেকে ৬৯০ কিমি পশ্চিম, মুম্বাই থেকে ৬৪০ কিমি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম এবং পোরবন্দরের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৬৪০ কিলোমিটার দূরে। আগাম বার্তায় ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ‘আগামী ২৪ ঘণ্টায় অতি প্রবল ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী তিন দিনে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বিপর্যয়।’