গ্রিসে অভিবাসী বোঝাই নৌকাডুবিতে ৫৯ জনের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩

ছবি- সংগৃহীত

গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসী বোঝাই একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় ১০০ জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

গ্রিক কোস্টগার্ড বলেছে, অভিবাসী বোঝাই নৌযানটি পেলোপোনিজ উপকূল থেকে পাইলোসের দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ডুবে গেছে। সেখানে প্রবল বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তারপরেও সেখানে একটি বিস্তৃত অভিযান চালানো হচ্ছে।

গ্রিক কোস্টগার্ড একটি বিবৃতিতে বলেছে, ১০০ জনের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড আরও জানিয়েছে, জীবিতদের মধ্যে চারজনকে হাইপোথার্মিয়ার উপসর্গ নিয়ে কালামাটা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের উদ্ধার করা হয়েছে তাদের কারও কাছে লাইফ জ্যাকেটের মতো নিরাপত্তা সরঞ্জাম ছিল না।

ছয়টি কোস্টগার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক পরিবহন বিমান ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার, পাশাপাশি বেশ কয়েকটি ব্যক্তিগত জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নিয়েছে।

সারাদিন/১৪ জুন/এমবি 

Nagad