অবশেষে ‘হাইব্রিড মডেলে’ই এশিয়া কাপ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলেই’ অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই টুর্নামেন্টটি আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৫ জুন) নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় এশিয়া কাপের নিয়ন্ত্রণ সংস্থা।

বিজ্ঞপ্তিতে এসিসি জানায়, “আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং বাকি নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।”

হাইব্রিড মডেলে ‘এশিয়া কাপ’ আয়োজনের কথা জানালেও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপের প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল।

‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার ফোর পর্বে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

সারাদিন/১৫ জুন/এমবি 

Nagad