গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল সংবাদদাতাবরিশাল সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

ছবি- সংগৃহীত

ব‌রিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র তাজিম খান নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় চালকের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ঘণ্টাব্যাপী বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় এই অবরোধ করে তারা। এর আগে গত রোববার (১৮ জুন) বরিশালের গৌরনদীতে ডলফিন পরিবহনের ধাক্কায় কলেজছাত্র তাজিম খান নিহত হন।

মহাসড়ক অবরোধের কারণে দুই প্রান্তে যানজট দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তখন বাস মালিক সমিতির নেতাদের সাথে বৈঠক ও অপরাধীদের বিচারের আশ্বাস দেয় পুলিশ। এতে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা জানান, আমাদের সহপাঠীকে পিছন থেকে ধাক্কা দিয়ে হত্যা করা হয়েছে। এটি কোন দুর্ঘটনা হন। এই ঘটনার পর বাস মালিক সমিতি নিহতের পরিবারের সাথে যোগাযোগ করেনি বরং দুর্ব্যবহার করে। যে কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক ছিল। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিত রেখেছেন।

সারাদিন/১৯ জুন/এমবি 

Nagad