রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অঞ্চলটির গভর্নর। এ সময় অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (১৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

বেলগোরদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, গোলাবর্ষণে চারটি বাড়ি ও পাঁচতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় একটি ভবন আগুনে জ্বলছে।

অন্যদিকে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদের উত্তরে দুই গ্রামে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন আরেক রুশ গভর্নর রোমান।

কুর্স্ক অঞ্চলের গভর্নর রোমান জানান, দুই গ্রামে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে এতে হতাহতের সংখ্যা জানান নি তিনি।

তবে ইউক্রেন এসব হামলার ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।

Nagad

সারাদিন/১৯ জুন/এমবি