মস্কোর দিকে যাওয়া বন্ধ করলো ওয়াগনার বাহিনী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৩

রক্তপাত এড়াতে রাশিয়ার রাজধানীর মস্কোর দিকে যাওয়া বন্ধ করেছে ওয়াগনার বাহিনী। রাশিয়ার গণমাধ্যম রোশিয়া ২৪ জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ভাড়াটে বাহিনী প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে আলোচনার পর পিছু হটতে শুরু করে ওয়াগনার বাহিনী।

শনিবার (২৪ জুন) ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিন তার টেলিগ্রাম চ্যানেলে বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

লাইভ আপডেটে বিবিসি জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা করেছেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। এরপর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

এদিকে লুকাশেঙ্কোর প্রেস সার্ভিসের বরাত দিয়ে রাশিয়া ২৪ জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ওয়াগনার সেনাদের বিদ্রোহ যাত্রা বন্ধের বিষয়ে লুকাশেঙ্কোর প্রস্তাব গ্রহণ করেছেন প্রিগোজিন। একইসঙ্গে উত্তেজনা নিরসনে বেশকিছু পদক্ষেপও নেয়া হয়েছে।