জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে শ্রীলংকা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

নবম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে খেলা নিশ্চিত করল শ্রীলংকা। আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আসরটি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আগেই বিদায় নিয়েছে। তবে ভুল করেনি শ্রীলঙ্কা। বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে লঙ্কানরা।

আজ (রোববার) জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব আসরের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। এতে করে বিশ্বকাপের নয় দল নিশ্চিত হয়ে গেছে, বাকি রয়েছে একটি। ওই একটি জায়গার লড়াইয়ে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

স্পিনার মহেশ থিকশানা ও ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে আজ সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে এখন পর্যন্ত ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে নবম দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট পায় ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন শ্রীলংকা।

শ্রীলঙ্কার মাহিশ থিকসানা ২৫ রান খরচায় একাই নেন ৪ উইকেট। ১৫ রানে ৩টি উইকেট শিকার দিলশান মধুশঙ্কার।

জবাব দিতে নেমে ওপেনার দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কার ১০১ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার।

করুনারত্নে ৩০ রানে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। ১০২ বলে ১৪ বাউন্ডারিতে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে অপরাজিত ২৫।

Nagad