এবার আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩

ছবি- সংগৃহীত

আফগানিস্তানে এক মাসের মধ্যে সব বিউটি পার্লার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান প্রশাসন।

মঙ্গলবার (০৪ জুলাই) দেশটির রাজধানী কাবুলসহ অন্যান্য এলাকায় এইসব পার্লার বন্ধের নির্দেশ দেয় আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলোনিউজ’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তোলোনিউজ জানিয়েছে, দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে এই ডিক্রি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। একই সাথে নারীদের বিউটি পার্লারের লাইসেন্স বাতিলের নির্দেশও দিয়েছে। তবে কবে এই নির্দেশনা দেওয়া হয়েছে তা ওই প্রতিবেদনে বলা হয়নি।

মেকআপ শিল্পী রায়হান মুবারিজ বলেন, “পুরুষরা বেকারত্বের মধ্যে আছে। যখন পুরুষরা তাদের পরিবারের দায়িত্ব নিতে পারছেন না, তখন এক টুকরো রুটির জন্য নারীরা বিউটি পার্লারে কাজের জন্য যেতে বাধ্য হচ্ছেন। এটা যদি বন্ধ হয়ে যায়, তখন আমাদের কী হবে?”

কাবুলের বাসিন্দা আব্দুল খাবির বলেন, “সররকারের একটি নির্ধারিত পন্থা অবলম্বন করে কাজ করা উচিত, যেটি একদিকে যেমন ইসলাম পরিপন্থী হবে না, আবার দেশও ধ্বংস হবে না।”

Nagad

সারাদিন/০৪ জুলাই/এমবি