মেক্সিকোতে পাহাড় থেকে বাস খাদে, নিহত ২৭

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩

ছবি- সংগৃহীত

মেক্সিকোয় পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ সময় আরও ২১ জন আহত হয়েছেন।

বুধবার (০৫ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় ওক্সাকাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। খরব এএফপি, আল জাজিরা’র।

ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো বলেন, এই দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি ছেলে শিশু রয়েছেন। দুর্ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন।

তবে ওক্সাকার প্রসিকিউটর বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা এএফপিকে জানান, প্রাথমিকভাবে ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭ জন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে যায়। কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার শিকার বাসটি প্রায় ২৫ মিটার (৮০ ফুট) গভীর গিরিখাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।

সারাদিন/০৬ জুলাই/এমবি 

Nagad