এমপি হ‌লে আমা‌কে পা‌শে পা‌বেন, কথা দিলাম : এ আরাফাত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা করছেন মোহাম্মদ এ আরাফাত: ফাইল ছবি

এম‌পি হ‌লে আমা‌কে পা‌শে পা‌বেন, কথা দিলাম পা‌শে থাকব-বলে গুলশানের লেকপাড়ে জগার্স সোসাইটি প্রাঙ্গণে নির্বাচনী গণসংযোগ করেন নৌকার প্রার্থী মোহাম্মাদ এ আরাফাত। তিনি বলেন, আপনা‌রা যদি চান, আপনাদের য‌দি দোয়া থাকে, তাহ‌লে পাঁচ মাস কেন ৫ বছ‌রের জন্য এমপি হব।

শ‌নিবার (৮জুলাই) গুলশানের লেকপাড়ে ঢাকা-১৭ আসনের উপ‌নির্বাচ‌নে নৌকার প্রার্থী মোহাম্মাদ এ আরাফাত ভোটার উ‌দ্দে‌শ্যে বলেন, ফারুক সাহেব অসুস্থ ছিলেন। আগের জনের নামই নাকি কেউ জানত না, তবে এটুকু আপনাদের নিশ্চিত করতে পারি, আপনারা (ভোটাররা) আমাকে পাবেন।

উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে আরাফাত বলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এত ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বের করে আজ এসেছেন। আমি খুবই কৃতজ্ঞ। আমি নিজেও এখানে থাকি। এই পার্ক থেকে হাঁটা পথের দূরত্বে আমার বাসা। এই এলাকার সমস্যাগুলো অধিবাসী হিসেবে আমারও সমস্যা। এই সমস্যা সমাধান হলে আমি নিজেও সরাসরি উপকারভোগী হব।

গুলশান-বনানী-বারিধারার বাইরে আরো অনেক এলাকা ঢাকা-১৭ আসনের অধীনে রয়েছে জানিয়ে নৌকার এই প্রার্থী বলেন, সেসব জায়গা আমি গিয়েছি। মানিকদী, মাটিকাটা, ভাষানটেক, আদর্শনগর বস্তি এলাকাগুলো আছে। বিভিন্ন এলাকার সমস্যা ভিন্ন ভিন্ন। এলাকার সমস্যাগুলো আমি লিস্ট করছি। সমাধানের রাস্তা খুঁজে বের করার জন্য হোম ওয়ার্ক করছি।

সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান মোহাম্মদ এ আরাফাত।

প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ঐ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেয়া হবে ৷ পাশাপাশি ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা।

Nagad