সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি বাকী, সম্পাদক রফিকুল
ঢাকার আশুলিয়ায় উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিমিটেড এর নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আব্দুল বাকী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম৷ তারা আগামী তিন বছরের জন্য এই সমিতির দায়িত্ব পালন করবেন।
শনিবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে আশুলিয়া পলাশবাড়ী এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিমিটেডের অন্যতম সদস্য হুমায়ুন এর পরিচালনায় ও অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মোঃ আব্দুল বাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক কমিটির অন্যান্য সদস্যসহ সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সদস্যরা আগামী দিনে সমিতির উন্নয়ন শীর্ষক বিষয়ে আলোচনা করেন। পরে সাবেক কমিটির উপস্থিত সকলকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্নভোজের জন্য খাবার ব্যবস্থা করা হয়।
আগামী ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পাওয়া নবনির্বাচিত এই কমিটির অন্যান্যরা হলেন – সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবুল বাশার এবং সদস্য জামাল উদ্দিন ভুইয়া, মোঃ ছোলেমান, মোঃ নামজুল হাসান স্বপন, মোঃ হাজী সাইফুল ইসলাম, মোঃ আবুল হাসনাত, মোঃ কামরুল হাসান ও আবুল কালাম।
প্রসঙ্গত যে, উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিমিটেডের সদ্য সাবেক কমিটির সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী সফলতার সহিত তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।