ইরানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, নিহত ৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩

ছবি- সংগৃহীত

ইরানে একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এই ঘটনায় অন্তত দুই পুলিশ সদস্য ও চার হামলাকারী নিহত হয়েছেন।

শনিবার (০৮ জুলাই) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অশান্ত প্রদেশের একটি থানায় ওই হামলার ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে এই হামলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চারজন সন্ত্রাসী ও দুই পুলিশ সদস্যের নিহতের কথা নিশ্চিত করেছে। তবে দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেন, তিনজন হামলাকারী নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দুকধারীরা গ্রেনেড হামলা চালিয়ে পুলিশ স্টেশনের দরজা খুলে এবং এর পরেই নিরাপত্তা বাহিনীর সদস্যের সাথে গোলাগুলি শুরু হয়।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী ইরানের রাজ্য দেশটির অন্যতম একটি দরিদ্র রাজ্য এবং মাদক চোরাচালনের অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয় বলে জানিয়েছে রয়টার্স। তবে প্রদেশটিতে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

Nagad

সারাদিন/০৯ জুলাই/এমবি