ঝিনাইদহে চাঁদার দাবীতে বোমা হামলাকারী গ্রেপ্তার
ঝিনাইদহে ১০ লাখ টাকা চাঁদার দাবীতে বাড়ীতে বোমা হামলাকারী গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল । আজ দিবাগত রাত আড়াইটায় হরিণাকুন্ডর ভবানিপুর থেকে তাকে গ্রেফতার করা হয় ।
আটককৃত ওমর (২১) ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার ভবানিপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ।


ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান জানান, হরিনাকুন্ড বাজার পাড়ার মৃত আকবর আলী শেখের ছেলে এ্যাড. কামরুর আবেদীন শাহীনের কাছে গত ০২ জুলাই থেকে বেশ কয়েকদিন মোবাইল ফোনের মাধ্যমে ১০ লাখ টাকা দাবি করে আসছিল কে বা কারা । উক্ত চাঁদার টাকা না পেয়ে গত ৮ জুলাই রাতে দুষ্কৃতিকারীরা শাহীনের বাড়েতে বোমা হামলা করে । এ সংক্রান্ত একটি মামলা হরিণাকুন্ড থানায় গত ১০ তারিখেই রুজু হয় । মামলা নাম্বার- ০৮ ।
তিনি আরো জানান, পুলিশ তদন্ত শুরু করে। পরে আজ মধ্যরাতে পুলিশের একটি ইউনিট তাকে তার বাড়ী থেকে উদ্ধার করতে সমর্থ হয় । পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।