আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৩

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিলে একই অস্ত্র ব্যবহারে মস্কো বাধ্য হবে: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্লাস্টার (গুচ্ছ) বোমা দিলে মস্কো একই ধরনের অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। রুশ সংবাদ সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য তারা ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেবে।ক্লাস্টার বোমা ব্যাপকভাবে নিষিদ্ধ একটি অস্ত্র। যুক্তরাজ্য, জাপানসহ বিশ্বের ১০০টির বেশি দেশে এই বোমা নিষিদ্ধ।যুদ্ধাস্ত্র হিসেবে ক্লাস্টার বোমার উৎপাদন, মজুত ও ব্যবহার বন্ধে বিশ্বের ১২৩টি দেশ একটি আন্তর্জাতিক চুক্তি সই করেছে। তবে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া এই চুক্তিতে সই করেনি। সূত্র: প্রথম আলো

লিথুয়ানিয়া যাওয়ার আগে জেলেনস্কি
ন্যাটোর সদস্য পদ নিয়ে বিলম্ব অযৌক্তিক

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ন্যাটোতে যোগদানে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর সময়সীমা নির্ধারণ না করার ব্যাপারটি অযৌক্তিক।
গতকাল মঙ্গলবার ইউরোপীয় দেশ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিউসে শুরু হয়েছে দুই দিনব্যাপী ন্যাটো সম্মেলন। জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি জেলেনস্কিও সম্মেলনে যোগ দিয়েছেন।
এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রে রয়েছে ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি। যদিও এ নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে না, যা এক প্রকার নিশ্চিত। ন্যাটোর সদস্য পদ নিয়ে বিলম্ব অযৌক্তিকসম্মেলনে যোগ দেওয়ার আগে টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে আমন্ত্রণ জানানো বা সদস্য পদের জন্য সময়সীমা নির্ধারণ না করা নজিরবিহীন ও অযৌক্তিক। তিনি বলেন, ‘মনে হচ্ছে ইউক্রেনকে ন্যাটোতে আমন্ত্রণ জানানো বা জোটের সদস্য করার কোনো প্রস্তুতি নেই। সূত্র; কালের কণ্ঠ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, দাবি জাপানের

উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। বুধবার জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা স্থানীয় সময় সকাল ১০টার কাছাকাছি সময় ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ শনাক্ত করার কথা জানান। খবর বিবিসির
উভয় দেশই দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি একটি আইসিবিএম। এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা মহাদেশ অতিক্রম করতে পারে বলে ধারণা করা হয়। আইসিবিএম মার্কিন যুক্তরাষ্ট্রসহ তাদের দীর্ঘ পরিসরের জন্য বিশেষভাবে উদ্বেগজনক।জাপানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ছে। এটি জাপানের জলসীমায় অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: সমকাল

Nagad

ইউক্রেনকে ইতিবাচক বার্তা দিতে যাচ্ছে ন্যাটো

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অন্যতম একটি কারণ ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে চাওয়া। রাশিয়া বারবার বলে এসেছে রাশিয়া কখনই ইউক্রেনের ন্যাটোয় সদস্য হওয়া মেনে নেবে না। আর ইউক্রেন পশ্চিমা বিশ্বকে চাপ দিয়ে আসছে তারা ন্যাটো ও ইইউয়ের সদস্য হতে চায়। আর ইউক্রেনের এ জেদের ফল হচ্ছে যুদ্ধ। এ যুদ্ধের মধ্যেই ইউরোপের ছোট্ট দেশ লিথুয়ানিয়ায় শুরু হয়েছে দুই দিনের শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে মূল আলোচনার বিষয়ও ইউক্রেনের সদস্য হওয়া। আর সম্মেলনের আগে গতকাল জোটটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ‘সামরিক জোটের সদস্যরা শীর্ষ সম্মেলনে ন্যাটো থেকে ইউক্রেনের জন্য জোরালো ও ইতিবাচক বার্তা দেবে।’ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে জড়ো হয়েছেন নেতারা। এ জন্য দেশটির রাজধানী ভিলনিয়াসকে যুদ্ধাংদেহী সাজে সাজানো হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়ার পর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, একটি সন্দেহভাজন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় আকাশে ছিল। খবর বিবিসি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানান, আজ বুধবার (১২ জুলাই) সকালে ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় অবতরণ করেছে।সম্প্রতি নিজেদের এলাকায় মার্কিন গুপ্তচর বিমানের অনুপ্রবেশের অভিযোগ তোলে পিয়ংইয়ং। এ ঘটনায় প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ার পর ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ হলো। সূত্র: বণিক বার্তা

৫ দিনে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়নের উপরে, চ্যাটজিপিটিকেও পেছনে ফেলে দিয়েছে!

থ্রেডস লঞ্চ হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে। চালু হওয়ার মাত্র পাঁচদিনের মধ্যে ১০০ মিলিয়নের বেশি সাইন-আপ হওয়ায় এটি দ্রুত-বর্ধনশীল অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে চ্যাটজিপিটিকেও পেছনে ফেলেছে।মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটার বছরের পর বছর না হলেও অন্তত মাসের পর মাস ধরে অব্যবস্থাপনা, কর্মী ছাঁটাই, সেবাদানে বিঘ্ন এবং শীর্ষ বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রত্যাখানের মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু সম্প্রতি প্রতিদ্বন্দ্বী অ্যাপ, মেটার থ্রেডসই টুইটারের জন্য সবচেয়ে বড় অঘটন হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।মেটার সিইও মার্ক জাকারবার্গ সোমবার (১০ জুলাই) জানিয়েছেন, চলতি সপ্তাহে থ্রেডস ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। চালু হওয়ার মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অ্যাপটি ব্যাপক সাড়া পেয়েছে নেটিজেনদের কাছ থেকে। অন্য যেকোনো সোশ্যাল নেটওয়ার্কের তুলনায় সবচেয়ে দ্রুত এত বেশি ইউজারকে আকৃষ্ট করতে পারাটা থ্রেডস এর এক বিস্ময়কর কীর্তিই বলা যায়। এই গতিতে এগিয়ে গেলে খুব দ্রুত এই প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা টুইটারের অডিয়েন্সকে ছাড়িয়ে যেতে পারে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড্

ইউক্রেনকে ‘হতাশ’ করল যুক্তরাষ্ট্র

লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হয়েছে ন্যাটোর দুদিনব্যাপী শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে ইউক্রেনের ছিল ন্যাটোতে যোগদানের দীর্ঘ প্রতীক্ষা। যুদ্ধকবলিত দেশটির নাগরিকদের মাঝেও ছিল টানটান উত্তেজনা। কিন্তু ইউক্রেনের এই আশায় গুড়েবালি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, জোটের সদস্য হতে এখনো উপযুক্ত নয় কিয়েভ। কারণ পশ্চিমা সামরিক জোটের সদস্য হতে হলে সদস্য দেশের অনুমতি প্রয়োজন। একই সুরে তাল মিলিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। মঙ্গলবার সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন যেন ন্যাটোতে যোগ দিতে পারে সেই লক্ষ্যে সম্মেলনে একটি সংস্কারের পথ তৈরি করা হবে। কিন্তু দেশটি ঠিক কখন ন্যাটোতে যোগ দেবে তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের এমন সান্ত্বনাবাণীতে ফুঁসে উঠেছে পুরো ইউক্রেন। এএফপি, রয়টার্স, সিএনএন, গার্ডিয়ান। সূত্র; যুগান্তর

রয়টার্সের প্রতিবেদনহিট অফিসার বুশরা কি পারবেন ঢাকাকে শীতল করতে

জলবায়ু পরিবর্তনের ফলে রেকর্ড তাপমাত্রার সঙ্গে লড়াই করা বাংলাদেশের রাজধানীতে কোটি মানুষের ত্রাণকর্তা হতে এসেছেন নতুন এক হিট অফিসার। আশা করা হচ্ছে—এই নগরীর বাসিন্দাদের শীতল রাখার জন্য শৈশবের হারানো লেক, জলাশয় আর গাছপালাকে ফিরিয়ে আনবেন তিনি। গত এপ্রিলেই ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল; যা কি-না কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। গণমাধ্যমের তথ্যমতে এমন গরমে নগরীতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। জলবাহিত রোগের কারণে হাসপাতালগুলোতে উপচে পড়েছিল রোগী।
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে অন্তত ৩০ গুণ বেশি তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি করেছে। এ ছাড়া ইইউ-এর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ জানিয়েছে, বিশ্বজুড়ে গত জুনকে সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে রেকর্ড করা হয়েছে। সূত্র: আজকের পত্রিকা।

কোরআন অবমাননাকারী দেশের পণ্য বর্জন করছে কুয়েত

যেসব দেশে পবিত্র কোরআন অবমাননা করা হবে, সেসব দেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করছে কুয়েত। এ বিষয়ে এরই মধ্যে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে পার্লামেন্ট। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পার্লামেন্ট। খবর রয়টার্সের-বিবৃতিতে বলা হয়, কোরআন পোড়ানোর সঙ্গে সম্পৃক্ত যে কোনো দেশ থেকে পণ্য আমদানি না করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ইসলামিক রীতিনীতি লঙ্ঘন করে এমন, দেশেও পণ্য রপ্তানি নিষিদ্ধ করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ঈদুল আজহার দিন সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব।বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর, সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এমনকি এ ঘটনায় ‘অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’ জরুরি বৈঠক ডাকে। সূত্র: কালবেলা।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিশাল জয়

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের শাসকদল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা প্রতিফলিত হয়েছে, গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের সবগুলোতেই বড় ধরনের জয় পেয়েছে তারা। তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩২২৯ আসনের মধ্যে ৪২১২২টিতে, পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসনের মধ্যে ৫২৬৩টিতে এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে। রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি অনেকটা পেছনে থেকে দ্বিতীয় স্থান পেয়েছে। তারা গ্রাম পঞ্চায়েতে ৯৩০৭টিতে, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টিতে এবং জেলা পরিষদের ১৫টি আসনে জয় পেয়েছে। সূত্র: বিডি নিউজ