বার্সা-ম্যানইউকে জরিমানা করলো উয়েফা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

‌‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ বা আর্থিক সংগতি নীতিমালা ভাঙ্গায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-কে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ‘উয়েফা’। ২০২২ সালের হিসাবে আর্থিক অসংগতি থাকায় এই শাস্তি দিয়েছে উয়েফা।

শুক্রবার (১৪ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি।

উয়েফার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ অর্থ বছরে ‘লাভের হিসাব ভুলভাবে তুলে ধরায়’ বার্সেলোনাকে ৫ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। আর ‘কিছুটা ব্রেক-ইভেন ঘাটতির’ জন্য ইউনাইটেডকে ৩ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ম্যানচেস্টা ইউনাইটেড জানিয়েছে, “হতাশ হলেও ম্যানচেস্টার ইউনাইটেড এই জরিমানা মেনে নিয়েছে। উয়েফা জানিয়েছে, অতীতে আমরা আর্থিক সংগতি নীতির নিয়ম কিছুটা ভঙ্গ করায় এই শাস্তি দেওয়া হয়েছে।”

তবে জরিমানা বা শাস্তির মুখে পড়লেও কোন প্রকার বহিস্কারের মুখোমুখি হচ্ছেনা এই দুই ক্লাব। আগামী মৌসুমে ঘরোয়া লিগ কিংবা উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।

সারাদিন/১৫ জুলাই/এমবি 

Nagad