বরিশালে বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বরিশাল সংবাদদাতাবরিশাল সংবাদদাতা
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

ছবি- সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল মল্লিক বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজমাতা কলসগ্ৰামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার মো: সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) এবং এয়ারপোর্ট থানার উওর রহমতপুর এলাকার সিনবাদ।

এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ছয়মাইল মল্লিক বাড়ির সামনে গুনগুন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই ট্রলিতে ছিলেন বলেও জানান তিনি।

সারাদিন/১৫ জুলাই/এমবি 

Nagad