ঢাকায় স্বস্তির বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী মানুষ

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

সকাল থেকেই রাজধানীর গুলশান, বারিধারা, রামপুরা, হাতিরঝিল, কমলাপুর, মুগদা, বাসাবোসহ নিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এই বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি এনেছে।

তবে রাস্তাঘাটে অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বৃষ্টির কারণে অফিসগামী ও বিভিন্ন কাজে বের হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছে।

রোববার (১৬ জুলাই) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

সারাদিন/১৬ জুলাই/এমবি 

Nagad