সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয় ও আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে আজ মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ সময় রোববার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সিলেটে সফরকারীদের বিপক্ষে ২ উইকেটে জয়ী হয়েছে বাংলাদেশ। শেষ ওভারে সে নাটকীয় জয়ে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। তাই আজকের ম্যাচেও আফগানিস্তানকে হারাতে পারলে প্রথমবারের মত তাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

আজকের ম্যাচটি দিয়েই চলতি বছর শেষ বারের মত টি-টোয়েন্টি খেলতে নামবে টাইগার বাহিনী। এদিকে প্রথম ম্যাচ জয়ের পর শনিবার (১৫ জুলাই) বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন দলের সদস্যরা।

টি-টোয়েন্টি ফরম্যাটে এ নিয়ে তৃতীয়বারের মত সিরিজ খেলতে চলেছে দুই দল। আর এতে পরিসংখ্যানের ভিত্তিতে এগিয়ে আছে আফগানিস্তানই। ২০১৮ সালে ভারতের দেরাদুনে প্রথম ট-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার আফগানদের বিপক্ষে তিনটি ম্যাচই হেরে ধবল্ধোলাই হয়েছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে ২০২২ সালে দুই ম্যাচের একটি সিরিজ খেললেও তা ড্র করে বাংলাদেশ।

এছাড়া আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের আগে টি-টোয়েন্টিতে মোট ৯ বার মুখোমুখি হলেও মাত্র তিনটিতে জয় পেয়েছে টাইগাররা।

Nagad

সারাদিন/১৬ জুলাই/এমবি