আফগানিস্তানে বিউটি পার্লার চালুর দাবিতে বিক্ষোভ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩

ছবি- এএফপি

আফগানিস্তানে বিউটি পার্লারগুলো চালু রাখার দাবিতে বিক্ষোভ করেছেন নারীরা। বুধবার (১৯ জুলাই) কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন নারীদের একটি দল। সম্প্রতি দেশটির সব বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তালেবান সরকার।

ফরাসি সংবাদমাধ্যম ‘এএফপি’র (এজেন্সি ফ্রান্স-প্রেস) এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

এএফপি জানিয়েছে, বুধবার (১৯ জুলাই) সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বুচের স্ট্রিট এলাকায় প্রায় ৫০ জন এই বিক্ষোভে অংশ নেন। কাবুলের ওই এলাকায় বেশ কয়েকটি বিউটি পার্লার রয়েছে।

এ সময় তাদের বেশ কয়েকজনের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমাদের রুটি-পানি কেড়ে নেবেন না।”

গত মাসে একটি নোটিশ জারি করে ক্ষমতায় ইসলামপন্থী তালেবান সরকারের নীতি ও নৈতিকতা প্রচারণা মন্ত্রণালয়। তালেবানের শীর্ষ নেতা হেবায়েতউল্লাহ আখুন্দজাদা স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়, “আগামী এক মাসের মধ্যে দেশের সব বিউটি পার্লার চিরতরে বন্ধ করে দিতে হবে।”

ওই নোটিশে আরও বলা হয়েছে, “আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিউটি পার্লারের পরিষেবা গ্রহণ এক প্রকার অর্থের অপচয়- তাছাড়া বিউটি পার্লারে যাওয়া-আসা করা ও কাজ করা ইসলামসম্মত নয়।”

Nagad

সারাদিন/১৯ জুলাই/এমবি