আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৩

আবুধাবির তপ্ত মরুতে উত্তাল নদী

‘পেছনে! পেছনে! এবার এগিয়ে যাও! নেমে পড়ো, নেমে পড়ো!’—আমরা যখন রাফটিংয়ে (খরস্রোতা নদীতে বোট চালানো) দ্রুততার সঙ্গে চ্যালেঞ্জিং মোড় নিচ্ছি, তখন রাজেন্দ্র শ্রেষ্ঠার এমন নির্দেশনা প্রতিধ্বনিত হচ্ছিল আবুধাবির জাবেল হাফিত পাহাড়ের ঢালে। ‘সে পড়ে গেল, সে পড়ে গেল!’—পানির তোড়ে আমি নিচে পড়ে গেলে চিৎকার করে ওঠেন শ্রেষ্ঠা। পানির নিচ থেকে উঠে কিছু একটা ধরতে মরিয়া হয়ে আমি হাত বাড়িয়ে দিলাম। থিতু হওয়ার চেষ্টা করলাম।‘ভয় পেয়ো না, ভয় পেয়ো না’—শ্রেষ্ঠা আশ্বস্ত করলেন। হইচইয়ের মধ্যেও তাঁর কথা স্পষ্ট শোনা যাচ্ছিল। শ্রেষ্ঠা হাত বাড়িয়ে দিয়ে আমাকে রাফটিং বোটে তুলে নিলেন। তিনি আমাকে প্যাডেল হাতে ধরিয়ে দিলেন। আমরা আবার আমাদের যাত্রা শুরু করে এগোতে থাকলাম।এটি সাধারণ কোনো নদী নয়। একদিকে আবুধাবির শুষ্ক পর্বত আর অন্যদিকে বিস্তৃত মরুভূমির মধ্যে পাঁচ কোটি ডলার ব্যয়ে মনুষ্য তৈরি একটি পার্কের অংশ এই নদী। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরের কেন্দ্র থেকে দেড় ঘণ্টার পথ মরূদ্যানের শহর আল-আইনে পার্কটি অবস্থিত। সূত্র: প্রথম আলো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ক্রিমিয়ায় রুশ ঘাঁটিতে আগুন
* ওডেসায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার * ক্রিমিয়ার ‘প্রতিশোধ নিতে’ ওডেসায় হামলা

ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার যুক্ত করে নেওয়া ভূখণ্ড ক্রিমিয়ার একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে গতকাল বুধবার কয়েক ঘণ্টাব্যাপী বিস্ফোরণ ঘটে। এতে সেখানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আশপাশের চারটি গ্রাম থেকে দুই হাজার বেসামরিক লোক সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন সেখানে নিয়োজিত রুশ গভর্নর।স্তারি ক্রিম শহরের অদূরে অবস্থিত রুশ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ।
তবে কয়েকটি রুশ গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলে কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। সূত্র: কালের কন্ঠ

ভারতে বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নামকরণ নিয়ে বিতর্ক

ভারতে কংগ্রেসসহ ২৬টি বিরোধী দল মিলে বেঙ্গালুরুতে তাদের কনক্লেভ থেকে জোটের নতুন নাম ‘ইন্ডিয়া’ ঘোষণা করার পর ২৪ ঘণ্টা না পেরোতেই এ নামকরণ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যদিও এই ইন্ডিয়াকে তারা ‘অ্যাক্রোনিম’ বা একটি শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ বলে দাবি করেছে। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল দাবি করেছে, দেশের ইংরেজি নাম অনুসারে নিজেদের জোটের নামকরণ করতে পারে না। অনেকেই বলছে, আদালতেও এ নামকরণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাছাড়া বিরোধী জোটের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে অনেকের যে এ নামে আপত্তি ছিল, তাও এখন ক্রমশ প্রকাশ পাচ্ছে। যেমন- বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং বামপন্থি দলগুলোর এই ‘ইন্ডিয়া’ নামটি একেবারে পছন্দ ছিল না এবং তারা বৈঠকে আপত্তিও জানিয়েছিলেন। ‘ইন্ডিয়া’ নামটি কে প্রথম প্রস্তাব করেছিলেন তা নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। বৈঠকে যোগ দেওয়া বিরোধী নেতারা কেউ এর ‘কৃতিত্ব’ দিচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধীকে, কেউ আবার বলছেন এটি তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত। এমন কি ইন্ডিয়ার ‘ডি’ শব্দটি ‘ডেমোক্র্যাটিক’ না কি ‘ডেভেলপমেন্টালে’র সংক্ষিপ্ত রূপ, বিরোধী নেতাদের নানা ধরনের টুইট তুলে ধরে অনেকে সেই অসংগতির দিকেও দৃষ্টি আকর্ষণ করছেন। সূত্র: বিডি প্রতিদিন ।

ভারতে ফ্লাইওভারে জিপ দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৩

Nagad

ভারতের আহমেদাবাদের ইসকন ফ্লাইওভারে একটি দ্রুতগামী জিপ গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল বলে জানা গেছে। খবর- টাইমস অব ইন্ডিয়া
সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার কৃপা প্যাটেল বলেন, হাসপাতালে ১২ জনকে আনা হয়েছে, যার মধ্যে ৯ জন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।ছবিতে দেখা গেছে, ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে গাড়িটি ফ্লাইওভারের রেলিঙে ধাক্কা লেগেছে নাকি অন্য কিছুর সঙ্গে তা প্রাথমিকভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: সমকাল

কৃষ্ণসাগরে শস্য জাহাজ নিয়ে এবার যে হুশিয়ারি দিল রাশিয়া

এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া সঙ্গে ইউক্রেনের কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। নিজেদের শর্ত পূরণ না করায় এ চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এর পর রাশিয়া জানায়, তারা আর এর সঙ্গে নেই।চুক্তিটি থেকে বের হয়ে যাওয়ার পর বুধবার একটি বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর সিএনএন। তারা ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে, কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। সূত্র; যুগান্তর

স্টকহোমে ফের কুরআন পোড়ানোর অনুমতি, বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা

সুইডেনের রাজধানী স্টকহোমে আবারও মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দিয়েছে। এর প্রতিবাদে শত শত বিক্ষোভকারী ইরাকের বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে তাঁরা এ হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। খবর রয়টার্সের। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাগদাদ দূতাবাসের সব কর্মীরা নিরাপদ ছিল। হামলার নিন্দা জানিয়ে দূতাবাসের নিরাপত্তার জন্য ইরাকি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। সুইডেনে দ্বিতীয়বার কুরআন পোড়ানোর ঘোষণা দিলে শিয়া ধর্মগুরু মুক্তাদা সদরের সমর্থকেরা প্রতিবাদে আজ বৃহস্পতিবারের বিক্ষোভের ডাক দিয়েছিল। সদরপন্থী টেলিগ্রাম গ্রুপের পোস্ট অনুসারে বিষয়টি জানা গেছে। সদর ইরাকের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব। গত গ্রীষ্মেস তাঁর নির্দেশে কয়েক হাজার অনুসারী বাগদাদের গ্রিন জোন দখলে নিয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েতজন হতাহত হয়েছিলেন। সূত্র; আজকের পত্রিকা।

ভারতের রাজনীতিতে ‘ইনডিয়া’ ঝড়

জল্পনা-কল্পনা চলবে না, এটা বলা মূর্খামি। কিন্তু জোট হয়েছে বলেই বিজেপি আগামী লোকসভা নির্বাচনে হেরে যাবে এটা বলাও এই মুহূর্তে খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আপাতভাবে মনে হবে নতুন যে বিরোধী রাজনৈতিক দলের সমীকরণ তা নিশ্চিত বিজেপিকে ধাক্কা দেবে। খেয়াল করে দেখবেন, ধাক্কা দেবে বলেছি, নিশ্চিহ্ন করে দেবে এ অতি বড় বিজেপিবিরোধী লোকজনের পক্ষেও সম্ভব নয়। তবুও বিরোধী এই জোট জন্মের সঙ্গে সঙ্গেই কিছুটা হলেও যে বিজেপিকে উদ্বেগে ফেলেছে। সেটা বোঝা যাচ্ছে ইতিমধ্যেই নরেন্দ্র মোদির নেতৃত্বে শাসকদের এনডিএ জোটের অতি তৎপরতা দেখে। তড়িঘড়ি তাদের বৈঠক, গরম গরম বিবৃতি দেখলে বোঝা যায় যে মুখে তর্জন গর্জন করলেও শাসক শিবির নিঃসন্দেহে আগামী নির্বাচন নিয়ে চাপে আছে।
দেশের মিডিয়ার বড় অংশ বলতে শুরু করেছে, চব্বিশ সালের নির্বাচন হতে চলেছে নরেন্দ্র মোদি বনাম সবে সবে গড়ে ওঠা ইন্ডিয়া জোটের মধ্যে। এটা এখন সারা দুনিয়া জেনে গেছে ছাব্বিশ দলের জোট ব্যাঙ্গালোরে বিরোধী সম্মেলনে গড়ে উঠেছে, মূলত আগামী নির্বাচনে বিজেপিকে হারাতে। যার নাম হয়েছে , ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। সংক্ষেপে ইন্ডিয়া। সূত্র: দেশ রুপান্তর

ইয়াস আইল্যান্ডে ২১৮ কোটি ডলারের বিলাসবহুল প্রকল্প

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী ঘিরে টেকসই ও সমন্বিত আবাসন তৈরির পরিকল্পনার অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে ইয়াস আইল্যান্ড প্রজেক্ট। ৮০০ কোটি দিরহাম বা ২১৮ কোটি ডলারের এ প্রকল্পে আবুধাবি হাউজিং অথরিটির সঙ্গে কাজ করছে আবাসন কোম্পানি আলদার প্রপার্টিজ। ইয়াস আইল্যান্ড নামের প্রকল্পটি গড়ে উঠবে ইয়াস দ্বীপের উত্তর-পূর্বে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
সম্প্রতি প্রকল্পটি উদ্বোধন করেন আবুধাবির ক্রাউন প্রিন্স ও আবুধাবি এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ খালেদ বিন মোহাম্মদ। আশা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। প্রকল্পের কাজ শেষ হলে এখানে ১ হাজার ৭৪৩টি অভিজাত বাড়িসহ আরো বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রকল্পটি এরই মধ্যে অনেকের কাছে পরিচিত হয়ে উঠেছে। এটি নাগরিকদের জীবনযাপনকে উন্নীতের পাশাপাশি আবুধাবির অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে। আলদারের পক্ষ থেকে বলা হয়, প্রকল্পটি সরকারের পরিকল্পনা অনুসারে সরকারি-বেসরকারি অংশীদারত্বকে অগ্রসর করার পাশাপাশি অনুমোদিত ডেভেলপারদের মাধ্যমে উপযুক্ত আবাসন গড়ে তোলার মতো সরকারের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সূত্র: বণিক বার্তা্

চীনের ‘নিখোঁজ’ পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাড়ছে নানা জল্পনা-কল্পনা
চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং কে দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়া নিয়ে অনলাইনে নানা ধরণের জল্পনা কল্পনা দেখা যাচ্ছে, যা আবারো চীনের সিক্রেসি বা গোপনীয়তাকে সামনে নিয়ে আসছে।
৫৭ বছর বয়সী এই নেতাকে গত ২৩ দিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার সর্বশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিলো গত ২৫শে জুন।গত ডিসেম্বরে মন্ত্রী মনোনীত হওয়ার সময় তাকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মনে করা হচ্ছিলো।চীনা সরকারের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন হিসেবে মি. চিনের দীর্ঘ অনুপস্থিতির ওপর শুধু কূটনীতিক বা চীন পর্যবেক্ষকরাই দৃষ্টি রাখছেন না বরং সাধারণ চীনা জনগণেরও দৃষ্টি আছে। সূত্র: বিবিসি বাংলা ।

নিউ জিল্যান্ডে নারী ফুটবল বিশ্বকাপ শুরুর আগে গুলিতে নিহত ২

নিউ জিল্যান্ডের অকল্যান্ডে ফিফা আয়োজিত নারী ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে এক বন্দুকধারী গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সবচেয়ে বড় এ শহরের কেন্দ্রস্থলের বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটে। গোলাগুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়েছে এবং পুলিশ কর্মকর্তাসহ আরও ছয়জন আহত হয়েছেন।নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জানিয়েছেন, এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে না। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট পরিকল্পনা অনুযায়ীই শুরু হবে। সূত্র; বিডি নিউজ