নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান
রাজধানীতে বিএনপির মহাসমাবেশের আগের দিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের পাশে রাস্তায় দুটি জলকামান ও একটি রায়ট কার প্রস্তুত রেখেছে পুলিশ।এতে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
আজ বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে বিএনপির কার্যালয়ের সামনে এ চিত্র দেখা যায়।


আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে, পুলিশ চাচ্ছে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে সমাবেশ করুক বিএনিপ।
যদিও বিএনপি কোথায় সমাবেশ করবে সে বিষয়ে সিদ্ধান্ত জানায়নি এখনও। দলটি রাতে সংবাদ সম্মেলনে কোথায় সমাবেশ করবে, তার ঘোষণা দিতে পারে।
এসব বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, যেহেতু পল্টনে বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে সেখানে অনাকাঙ্খিত কোনো ঘটনা না ঘটে।
বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, সমাবেশের আগে কার্যালয়ে নেতাকর্মীরা যেন ভিড় না করেন, এমন নির্দেশনা আগেই থেকেই তাদের দেওয়া ছিল। কিন্তু এরপরও অনেক নেতাকর্মী আজ সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে নেতাকর্মীদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে। এরপরই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে চলে যান।
বিকেলে দলটির স্থায়ী কমিটির জরুরি সভা শেষ করেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষনেতারাও কার্যালয় ত্যাগ করেন। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দপ্তরের কয়েকজন নেতা উপস্থিত কার্যালয়ে রয়েছেন।
দেখা গেছে, বিএনপির কার্যালয়ের দক্ষিণে পল্টন জামে মসজিদের সামনে পুলিশ সদস্যদের একটি দল অবস্থান করছে। সেখানে একটি জল কামান রয়েছে। কার্যালয়ের উত্তর পাশে পুলিশের আরেকটি দল রয়েছে। সেখানে একটি জল কামান ও একটি রায়ট কার রয়েছে। কার্যালয়ের উল্টোদিকে রাস্তায় পুলিশ সদস্যদের আরেকটি দল অবস্থান করছে।
অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে নেই। তবে কার্যালয়ের আশেপাশে নেতা কর্মীরা জড়ো হচ্ছে।