আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ১৩ কূটনীতিককে তলবের প্রসঙ্গ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতির জেরে ১৩ কূটনীতিককে তলবের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যমের খবর অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (হিরো আলম) ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩ কূটনীতিককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০ জুলাই একই কারণে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করা হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছে। সব পশ্চিমা মিত্র ও উন্নয়ন সহযোগীরাও একই আহ্বান জানাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার করছে উল্টোটা। তারা রাষ্ট্রদূতদের তলব করছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে মারছেন নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। গতকাল সোমবার বেলা সোয়া তিনটায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনেজবাবে প্যাটেল বলেন, একটা বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট। তা হলো, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। প্যাটেল আরও বলেন, যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে দেশটির সঙ্গে একত্রে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এটা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। তাঁরা বিশ্বাস করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি উভয় দেশের একটি অভিন্ন অগ্রাধিকার। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ দেশটির সরকারের অনেক কর্মকর্তাও বলেছেন, এটা তাঁদেরও লক্ষ্য। সূত্র: প্রথম আলো

দুই দলের কর্মসূচি
সমাবেশ পিছিয়েছে, পাল্টাপাল্টি আছে

দিনভর নাটকীয়তা শেষে আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির মহাসমাবেশ এবং এর বিপরীতে ক্ষমতাসীনদের শান্তি সমাবেশের তারিখ পরিবর্তন করে আগামীকাল শুক্রবার নির্ধারণ করেছে দুই পক্ষ। গতকাল বুধবার রাত পর্যন্ত এ সমাবেশ নিয়ে অনিশ্চয়তা চলছিল। তবে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে যাওয়ায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েই গেছে। বিএনপি বলেছে, তারা শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে।তবে পুলিশ এ ব্যাপারে এখনো অনুমতি দেয়নি। পুলিশ রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করতে গতকাল দুপুর থেকে যে পরামর্শ দিয়েছিল, তাতেই অনড় রয়েছে। রাতে বিএনপি চিঠি দিয়ে ডিএমপিকে নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে অবহিত করে। যুবলীগসহ আওয়ামী লীগের তিন সংগঠন পুরনো বাণিজ্য মেলার মাঠে শুক্রবার শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত জানালে তাদেরও পুলিশের অনুমতি মেলেনি। সূত্র: কালের কণ্ঠ

অস্ট্রেলিয়ায় রপ্তানিতে ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা
তৈরি পোশাকের অন্যতম অপ্রচলিত বাজার অস্ট্রেলিয়া। দেশটিতে ২০৩২ সাল পর্যন্ত পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। অর্থাৎ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের পর আরও ছয় বছর বর্তমানের রপ্তানি সুবিধা অব্যাহত থাকবে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার, মন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। অস্ট্রেলিয়ায় বর্ধিত সময়ের জন্য এ শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেতে উৎস বিধির কোনো শর্ত পরিপালনের বাধ্যবাধকতা থাকছে না। তবে দেশটি থেকে আরও বেশি তুলা ও উল আমদানির অনুরোধ করা হয়েছে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে। বর্তমানে উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার তুলা ও উল খুব সামান্যই ব্যবহার করে থাকেন বাংলাদেশের উদ্যোক্তারা। তবে সরাসরি সেখান থেকে আমদানি না করে চীনের মাধ্যমে দেশে আনা হয়। এর আগে ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর এলডিসি-পরবর্তী আরও তিন বছর বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে তাঁর দেশের সিদ্ধান্তের কথা জানান। সূত্র: সমকাল

সতর্ক করা হলো ১৩ মিশনপ্রধানকে
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভবিষ্যতে কথা না বলতে ১৩ রাষ্ট্রদূত ও মিশনপ্রধানকে ডেকে সতর্ক করেছে সরকার। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ঘটনায় বিবৃতি দেওয়ায় কূটনীতিকদের ব্রিফ করা হয়। তাদের বলা হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হুট করে বিবৃতি প্রদানের মতো আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট হয়েছে।গতকাল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাজির হন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইইউর রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উচ্চপদস্থ কূটনীতিকরা। তাদের ব্রিফ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের ডেকে আনার বিষয়কে তলব নয় বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাদের তলব করা হয়নি। আমরা তাদের আমন্ত্রণ করে নিজেদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি। তিনি বলেন, তাদের আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে আহ্বান জানিয়েছি। ভবিষ্যতে এ বিষয়ে সচেতন থাকতেও তাদের সতর্ক করা হয়েছে। সূত্র: দেশ রুপান্তর

Nagad

আবারও একইদিনে কর্মসূচি দুই দলের
সমাবেশ ঘিরে নাটকীয়তা
কাউকেই কাঙ্ক্ষিত স্থানে অনুমতি দেয়নি পুলিশ শুক্রবার পুরাতন বাণিজ্যমেলা মাঠে আ.লীগের সহযোগীরা এবং নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে বুধবার দিনভর চলে নাটকীয়তা। উত্তেজনাকর এমন পরিস্থিতির ওপর ছিল দেশ-বিদেশের সবার নজর। শেষ পর্যন্ত রাতে দুদল সমাবেশ একদিন পেছানোর ঘোষণা দিলে নাটকীয়তার আপাতত অবসান ঘটে। তবে সমাবেশ ঘিরে রাজধানীজুড়ে টানটান উত্তেজনা আরও বেড়েছে। রাজধানীবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন কোথাও মহাসমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। বিএনপির বৃহস্পতিবারের (আজ) মহাসমাবেশ স্থানের অনুমতি না দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে একটাই আলোচনা ছিল, তাহলে কী আবার শুরু হচ্ছে সহিংসতা। অনুমতি না দেওয়ার খবর নিশ্চিত হওয়ার পর করণীয় চূড়ান্তে দফায় দফায় বৈঠক করে বিএনপি। একদিন পিছিয়ে শুক্রবার মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। একইভাবে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে তাদের কাঙ্ক্ষিত স্থানে সমাবেশ করার অনুমতিও দেয়নি পুলিশ। সূত্র: যুগান্তর

বিদেশি খেলোয়াড়দের খেলতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

বিএনপি নির্বাচনে না এসে তাদের বিদেশি প্রভুদের দিয়ে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই খেলোয়াড়দের (বিদেশি) খেলতে দেওয়া যাবে না। মঙ্গলবার সন্ধ্যায় রোমের পারকো ডেই প্রিনসিপি গ্র্যান্ড হোটেলে এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জানে নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না। কাজেই তারা নির্বাচন চায় না। তারা কিছু বিদেশি প্রভুর পদলেহন করে। পদলেহন করে তাদের দিয়ে দেশের মানুষকে কষ্ট দিতে চায়। আজ দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের যে গতিধারা সেটাকে ব্যাহত করতে চায়। কারণ ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা বানিয়ে যে লোভ এসে গেছে, ওইটাই তাদের কাছে সবচেয়ে বড়। তিনি বলেন, ওরা তো ক্ষমতায় ছিল। অবৈধভাবে জিয়াউর রহমান এসেছে। তার পদাঙ্ক অনুসরণ করে এরশাদ এসেছে, এরপর খালেদা জিয়া গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে এসেছে। তারা এ দেশের কল্যাণ কোনো দিন চায়নি। এটা সবাইকে মাথায় রাখতে হবে। তারা ভোটে মানুষের কাছে দাঁড়াতে পারেনি। তারা চায় এ দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি হবে এবং সেই ঘোলা পানিতে মাছ শিকার করা। এটাই তাদের উদ্দেশ্য। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অশুভ শক্তির পদচারণ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বিএনপি কোন মুখে জনগণের কাছে ভোট চাইবে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসে আর্মি রুলস লঙ্ঘন করে সেনাপ্রধান, আবার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেন। ঘোষণা দিয়ে তার রাজনীতি শুরু। ওই অবস্থায় হ্যাঁ-না ভোট, রাষ্ট্রপতি ভোট, সব ভোটই তো ভুয়া! এভাবে চুরি করে করেই তো… সেই জেনারেলের পকেট থেকে যে দলের সৃষ্টি, জনগণের কাছে যাওয়ার তাদের মুখটা কোথায়! আর অগ্নিসন্ত্রাস করে যাদের হত্যা করেছে, তাদের সামনে তারা কোন মুখে ভোট চাইবে! সূত্র: বিডি প্রতিদিন।

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প: শর্ত পূরণ না হলেও করছাড় সুবিধা দিতে চাপ
চলতি বছরের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যেতে পারলে করছাড়ের সুবিধা পেত দেশি-বিদেশি মালিকানাধীন ছয়টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। কিন্তু তারা এই শর্ত পূরণ করতে পারেনি। তবে করছাড়ের সুবিধা বহাল রাখতে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে সময় দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।এনবিআর সূত্র বলেছে, এই সময় বাড়াতে পিডিবি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমেও চাপ দিচ্ছে। এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনে যেতে না পারায় কোম্পানিগুলো করছাড় পাওয়ার যোগ্যতা হারিয়েছে। বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর করছাড় সুবিধা বাতিল হলে সরকারকে বাড়তি অর্থ গুনতে হবে। এখন কীভাবে, কোন প্রক্রিয়ায় এই সুবিধা দেওয়া হবে, তা নিয়ে ভাবা হচ্ছে। কারণ, এখন একটি কোম্পানিকে ছাড় দিলে পরে আরেকটি কোম্পানি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সূত্র: আজকের পত্রিকা।

রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে বাংলাদেশে টেলিনরের ব্যবসায়িক ভবিষ্যৎ

এশিয়ায় নিজেদের ব্যবসা ঢেলে সাজাচ্ছে টেলিনর গ্রুপ। সম্প্রতি মালয়েশিয়া ও থাইল্যান্ডে একীভূতকরণের মধ্য দিয়ে গেছে গ্রুপটি। ভারত ও মিয়ানমার থেকে আরো আগেই ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা। আলোচনা চলছে পাকিস্তান থেকে ব্যবসা প্রত্যাহারেরও। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরিস্থিতি প্রতিকূলে গেলে বাংলাদেশ থেকেও ব্যবসা গুটিয়ে নেয়ার কথা বিবেচনায় নিতে পারে টেলিকম খাতের নরওয়েভিত্তিক অপারেটর জায়ান্ট টেলিনর। সেক্ষেত্রে বিষয়টিতে মূল নিয়ামক হয়ে উঠতে পারে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিয়ন্ত্রক কাঠামো ও কর ব্যবস্থার মতো বিষয়গুলো।বিষয়টি নিয়ে টেলিনরের মালিকানাধীন গ্রামীণফোন এখনো পুরোপুরি নীরব অবস্থানে রয়েছে। যদিও নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বণিক বার্তাকে জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার দায়-দায়িত্ব পুরোপুরি টেলিনর এশিয়া ও নরওয়েতে টেলিনরের মূল প্রতিষ্ঠানের। এ বিষয়ে টেলিনরের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে ঢাকায় কোনো কিছু জানা সম্ভব নয়। বর্তমানে এশিয়ায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ব্যবসা করছে টেলিনর। গত বছরের অক্টোবরে সিঙ্গাপুরভিত্তিক টেলিনর এশিয়া গঠনের পর থেকে এ অঞ্চলের ব্যবসা পুনর্গঠনের দিকে নজর দিয়েছে গ্রুপটি। টেলিনর এশিয়া গঠনের পরের মাসেই মালয়েশিয়ায় আজিয়াটার সঙ্গে টেলিনরের একীভূতকরণের বিষয়টি চূড়ান্ত হয়। এ বছরের মার্চে থাইল্যান্ডে একীভূতকরণ করা হয় দেশটিতে টেলিনরের মালিকানাধীন টেলিকম অপারেটর ডিটাককে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রতিষ্ঠানটির পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার কথা প্রথম আলোচনায় আসে গত বছরের শেষ দিকে। সূত্র: বণিক বার্তা।

প্রশাসনের কর্মকর্তাদের প্রতি বিএনপির বার্তা – হুমকি নাকি কাছে টানার চেষ্টা?

বাংলাদেশের বিরোধী দল বিএনপি বলেছে তারা ক্ষমতায় গেলে কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোন ব্যবস্থা নেবে না এবং কাউকে নিতেও দেবে না। দলের এক বিবৃতিতে আরও বলা হয়, যেসব কর্মকর্তা কর্মচারীরা কর্তৃপক্ষের চাপে বা আদেশে বেআইনি কাজ করেছেন তারা ‘এখন থেকে এ ধরণের কাজ না করলে’ তাদের ভূমিকাও সহানুভূতির সাথে দেখবে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিবৃতিটি দিয়েছেন যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এ বিবৃতিটি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কোন প্রচ্ছন্ন হুমকি কিনা – এ প্রশ্নের জবাবে বিএনপির একাধিক নেতা বলেছেন, প্রশাসনকে সচেতন করাই তাদের লক্ষ্য। এই নেতারা বলছেন, প্রশাসনে কাজ করা কর্মকর্তাদের তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি অতীতে যে যাই করুক – এখন থেকে নিরপেক্ষ আচরণ করলে তাদের চাকুরীর সুরক্ষা বিএনপি ক্ষমতায় আসলেও থাকবে – এমন বার্তাই দেয়া হচ্ছে দলটির পক্ষ থেকে। সূত্র: বিবিসি বাংলা।

কুড়িগ্রাম ও জয়পুরহাটে গরুর লাম্পি স্কিন রোগের প্রকোপ

উত্তরের দুই জেলা জয়পুরহাট ও কুড়িগ্রামে গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে। চিকিৎসা দিতে না পেরে দুঃশ্চিন্তায় পড়েছেন এই জনপদের খামারি ও গরু পালনকারীরা। কয়েক মাস ধরে লাম্পি স্কিন রোগে দুই জেলায় বেশ কিছু গরুর মৃত্যু হয়েছে। তবে জেলা প্রাণি সম্পদ বিভাগের কাছে আক্রান্ত কিংবা মৃত গরুর সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাত্রখাতা, রাজারহাট উপজেলার ডাংরার বাজার, পারা মৌলা, জয়পুরহাট সদর উপজেলার গতন শহর, পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রাম, খাসবাট্টা গ্রাম, পাটাবুকা গ্রাম, কালাই উপজেলার মোসলেমগঞ্জ, আক্কেলপর উপজেলার জাফরপুর গ্রাম, ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে গবাদিপশুর এ রোগ ছড়িয়ে পড়ার তথ্য মিলেছে। আমদানি করা পশুর মাধ্যমে প্রায় এক দশক আগে দেশে প্রথম রোগটি শনাক্ত হয়; তবে গত পাঁচ বছরে এর প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। সূত্র: বিডি নিউজ