আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

বিরোধী দলের কৌশলগত অনাস্থা পেশ
সংখ্যার জোরে নির্ভার মোদি সরকার

মণিপুর ইস্যু নিয়ে বিতর্কের জেরে শেষ পর্যন্ত গতকাল বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে ভারতের বিরোধী দল। লোকসভার স্পিকার ওম বিড়লা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অধিবেশনে প্রস্তাবটি কোন দিন উত্থাপিত হবে, তিনি সিদ্ধান্ত নিয়ে জানাবেন।ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, সংসদে বিশাল সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধীদের কৌশলগত এ অনাস্থা প্রস্তাবেও নরেন্দ্র সরকার নির্ভারই থাকবে। তাদের রয়েছে সরকার টিকিয়ে রাখার চেয়ে অনেক বেশি এমপি। মণিপুরের অব্যাহত জাতিগত সহিংসতা এবং সেখানে দুই পাহাড়ি জনগোষ্ঠীর নারীকে চরমভাবে লাঞ্ছিত করার ঘটনায় বিরোধী দলগুলোর হট্টগোলের কারণে চলতি বর্ষা মৌসুমে লোকসভার পাশাপাশি রাজ্যসভার অধিবেশনও লাগাতার মুলতবি করতে হচ্ছে। শেষ পর্যন্ত মঙ্গলবার বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাবদিহির আওতায় আনতে অনাস্থা প্রস্তাব পেশ করার কৌশলের বিষয়ে একমত হয়। সূত্র: কালের কণ্ঠ

৪৫ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মীকে বহিষ্কার করল মলদোভা

রাশিয়ার ৪৫ জন কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।মলদোভার কর্মকর্তারা গতকাল বুধবার এই তথ্য জানান। তাঁরা বলেন, অবন্ধুসুলভ নানা কর্মকাণ্ডের কারণে এই রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীদের ব্যাপারে এমন পদক্ষেপ নিয়েছে কিশিনাউ।মলদোভা পূর্ব ইউরোপীয় দেশ। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মলদোভার সঙ্গে রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে। এর মধ্যে ৪৫ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মীকে বহিষ্কার করল মলদোভা।ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে মস্কো-বুখারেস্টের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে-মলদোভায় ক্ষমতায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নপন্থী সরকার। তারা ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে।মলদোভার বর্তমান সরকার উৎখাতে রাশিয়ার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও এনেছে দেশটি। সূত্র: প্রথম আলো

৪৫ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মীকে বহিষ্কার মলদোভার

‘অবন্ধুসুলভ’ নানা কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার পূর্ব ইউরোপীয় দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। খবর- এএফপি-দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জাহারভ জানান, ১৫ আগস্টের মধ্যে ৪৫ রুশ কূটনীতিক ও দূতাবাসকর্মীকে মলদোভা ত্যাগ করতে হবে। মলদোভার এই সিদ্ধান্তের জেরে পাল্টা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।মলদোভা সরকার ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। মলদোভার সরকার উৎখাতে রাশিয়ার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও এনেছে দেশটি।সম্প্রতি মলদোভার দুটি গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিশিনাউয়ে রুশ দূতাবাসসংলগ্ন একটি ভবনে থাকা ২৮টি অ্যানটেনা গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহার করা হতে পারে। সূত্র: সমকাল

Nagad

দাবানলের গ্রাসে ভূমধ্যসাগরতীর
রেকর্ড তাপমাত্রার টানা তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং এর জেরে দাবানলের গ্রাসে ভূমধ্যসাগর তীরবর্তী গ্রিস, ইতালি এবং আলজেরিয়া। এ তিন দেশে দাবানলে মারা গেছেন ৪০ জনের বেশি। দাবানলের কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরের অন্য তীরে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। এখানে ১০ সেনাসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনের দাবানলে বেজাইয়া ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় প্রদেশ বেজাইয়ায় লোকজনকে সরিয়ে নেওয়ার সময় আগুনের মধ্যে আটকা পড়ে অনেকের মৃত্যু হয়। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশটিতে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ভূমধ্যসাগরের তীরবর্তী এ প্রদেশটি এর আগে কখনো এত বিস্তৃত ভয়াবহ দাবানল দেখেনি। আগুন নেভানো এবং উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে আনতে দেশটির সরকার দমকল বিভাগের কর্মীদের পাশাপাশি সেনাসদস্যদেরও নিয়োগ করতে বাধ্য হয়েছে। এ ছাড়া আলজেরিয়ার বউমারডেস, বউরাতুন, তিজি ওউজৌ, জিজেল ও স্কিকদা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির আট হাজার অগ্নিনির্বাপণকর্মী লড়ছেন আগুনের বিরুদ্ধে। দেশ রুপান্তর

কম্বোডিয়ায় গণতান্ত্রিক মডেলের রাজতন্ত্র
‘রাজা’র ছেলেই আবার রাজা
৩৮ বছর পর পদত্যাগের ঘোষণা হুনসেনের

এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন (৭০)। ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত টানা ৩৮ বছর বিভিন্ন কৌশল প্রয়োগ করে তিনি তার ক্ষমতা ধরে রেখেছেন। এমনকি রোববারের নির্বাচনেও ৮৪.৬ শতাংস ভোট জিতে ‘ভূমিধস’ বিজয় অর্জন করেছে তার দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। নির্বাচনে জয়লাভের মাধ্যমে তিনি মূলত ক্ষমতালাভে রাজবংশীয় উত্তরাধিকার প্রাপ্তির পথ প্রশস্ত করেছেন। বুধবার পদত্যাগ করে বড় ছেলে ফোর স্টার জেনারেল হুন মানেটের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন কম্বোডিয়ার এই প্রধানমন্ত্রী। দেশের রাষ্ট্রীয় টেলিভিশনের এক বিশেষ সম্প্রচারে তিনি এ ঘোষণা দেন। হুন সেন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসাবে আর দায়িত্ব পালন চালিয়ে যাব না বলে আমি ঘোষণা করছি।’ আর এ ব্যাপারে তিনি জনমত জানতে চান বলে জানান। বিদায়ি এই নেতা পদত্যাগের পরও প্রভাব বিস্তার চালিয়ে যেতে চান বলে স্পষ্ট করে দিয়েছেন। গত দেড় বছর ধরেই হুন মানেটের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা ভাবছিলেন হুন সেন। সাম্প্রতিক সময়ের বিভিন্ন কার্যক্রমে মানেটের উত্তরাধিকার প্রাপ্তির বিভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সিডিনিভিত্তিক প্রতিষ্ঠান লোবি ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী, গত দুই বছর বিভিন্ন দেশের নেতা, আইনপ্রণেতা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাকে বেশি দেখা গেছে। এমনকি রোববারের ভোটের প্রচারাভিযানেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মানেট। সূত্র: যুগান্তর

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের আহ্বান ইউনেস্কোর

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে, শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে রক্ষা করতে সারা বিশ্বে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটি বলেছে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে যে শিক্ষাগত পারফরম্যান্স কমে যায় এবং স্ক্রিন টাইম বেশি হলে শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে তার প্রমাণ রয়েছে। জাতিসংঘের এ সংস্থাটি আরও বলেছে, স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানানোর মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সব ধরনের ডিজিটাল প্রযুক্তিই ‘মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির’ অধীন হওয়া উচিত এবং কখনোই তা শিক্ষকের সঙ্গে মুখোমুখি মিথস্ক্রিয়ার বিকল্প হওয়া উচিত নয়। বিচার-বিবেচনাহীনভাবে ডিজিটাল প্রযুক্তিকে স্বাগত জানানোর বিরুদ্ধে নীতিনির্ধারকদের সতর্ক করে ইউনেস্কো বলে, শিক্ষার ফলাফল এবং অর্থনৈতিক দক্ষতার ওপর ডিজিটাল প্রযুক্তির প্রভাবকে অতিরঞ্জিত করে দেখা হতে পারে এবং নতুন মানেই সবসময় ভালো নয়। সব পরিবর্তনই অগ্রগতি নিয়ে আসে, এমনটা নয়। সূত্র: বিডি প্রতিদিন।

সৌদি আরবে উবার চালাচ্ছেন লক্ষাধিক নারী

সৌদি আরবে ‘উবার’-এর ট্যাক্সি সেবা দেওয়া প্রতিষ্ঠানটি অর্থনৈতিক স্বাধীনতা এবং নিরাপত্তা বিষয়ে নারী চালকদের মনোভাব সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে দেশটির নারীদের ক্ষমতায়নের একটি আশাবাদী ফলাফল দেখা গেছে। বলা হয়েছে, প্রতিষ্ঠানটির জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশেরও বেশি নারী উবার চালানোর কারণ হিসেবে আর্থিক স্বাধীনতার বিষয়টিকেই সবার ওপরে রেখেছেন। মূলত সৌদি আরব ও মিশর—এই দুই দেশের নারী চালকদের নিয়ে জরিপটি পরিচালিত হয়েছিল। জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে ৫৬ শতাংশ জানিয়েছেন, উবার চালিয়ে তাঁরা তাঁদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছেন। সবচেয়ে বড় বিষয় হলো—উত্তরদাতাদের মধ্যে ৭৭ শতাংশ নারীই দাবি করেছেন, তাঁরা উবার চালাতে কোনো সমস্যায় পড়ছেন না বরং যথেষ্ট নিরাপদ বোধ করছেন। আরেকটি বিষয় হলো-সৌদি আরবে যেসব নারী উবার চালক রয়েছেন তাঁদের জন্য একটি বিশেষায়িত ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে ইচ্ছা করলে তাঁরা শুধু নারী যাত্রীদের কল রিসিভ করতে পারেন। সূত্র: আজকের পত্রিকা।

ঘানায় বাতিল হচ্ছে মৃত্যুদণ্ড

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মৃত্যুদণ্ডের বিধান বাতিলের পক্ষে ভোট দিয়ে ‘যুগান্তকারী সিদ্ধান্ত’ নিয়েছে ঘানার পার্লামেন্ট। সর্বশেষ তিন দশকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর না করা পশ্চিম আফ্রিকার দেশটি এবার বিষয়টি আইনে পরিণত করছে। খবর ভয়েস অব আমেরিকা।গত মঙ্গলবার (২৫ জুলাই) এই বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এ সিদ্ধান্তে ‘স্বাগত’ জানিয়ে প্রেসিডেন্ট নানা আকুফো-আডোকে বি ধানে স্বাক্ষর করে আইনে পরিণত করার আহ্বানও জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীটি। বর্তমান আইনের অধীনে ঘানায় গণহত্যা, জলদস্যুতা, চোরাচালান, হত্যা কিংবা রাষ্ট্রদ্রোহের জন্য দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড দেয়া যায়। ১৯৬০ সালের ফৌজদারি ও অন্যান্য অপরাধ আইনের অধীনে ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে এই শাস্তি কার্যকর হতে পারে। সূত্র: বণিক বার্তা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নকল করলে কীভাবে বুঝবেন?

“ল্যাবিরিন্থিয়ান মেজ” – এই শব্দ দুটি পড়েই আমি কেন জানি না এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। লেখাটি পড়তে পড়তে আমার মনের মধ্যে সতর্ক ঘণ্টা বাজতে শুরু করেছিল। আমি ১৪-১৬ বছর বয়সীদের জন্য বিজ্ঞানের বিষয়ে একটি রচনা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছিলাম, কিন্তু এই বিশেষ রচনাটিতে ভাষা এতটাই পরিশীলিত ছিল যে তা একজন কিশোর লেখকের জন্য অসম্ভব বলে মনে হয়েছিল। এরপর এআই সনাক্তকারী সফটওয়্যার ব্যবহার করে আমি রচনাটিকে পরীক্ষা করে দেখি। কয়েক সেকেন্ডের মধ্যে ‘কপিলিকস’ নামের ঐ সফটওয়্যারটি আমার কম্পিউটারের স্ক্রিনে যে ফলাফল তুলে ধরলো – তা ছিল গভীরভাবে হতাশাব্যঞ্জক: রচনাটির ৯৫.৯% ছিল এআই টুল ব্যবহার করে তৈরি। আরও নিশ্চিত হওয়ার জন্য আমি ভিন্ন একটি টুলের মাধ্যমে রচনাটি যাচাই করলাম: ফলাফলে ‘স্যাপলিং’ আমাকে জানালো রচনার ৯৬.১% কোন মানুষের লেখা নয়। তৃতীয় আরেকটি টুল প্রথম ফলাফল দুটিই নিশ্চিত করলো, তবে এক্ষেত্রে স্কোর ছিল কিছুটা কম: ৮৯% এআই। সূত্র: বিবিসি বাংলা।

চীনে দাউ দাউ আগুনে জ্বলল বুদ্ধমূর্তি, পুড়ল প্রাচীন মন্দির

চীনের গানসু প্রদেশে হাজার বছর পুরনো এক মন্দিরে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ আগুন থেকে মুক্তি পায়নি মন্দিরের বিশালাকৃতির বুদ্ধ মূর্তিটিও। মন্দিরের আরও মূল্যবান জিনিসপত্রও আগুনে পুড়ে ছাই হয়েছে। এই অগ্নিকাণ্ড ঘটে গত সোমবার সকালে শ্যানডন গ্রেট বৌদ্ধমন্দিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মন্দিরের ভেতরের বিশাল বুদ্ধমূর্তির চারদিকে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায়, মূর্তিটি কিছুটা অক্ষত থাকলেও মন্দিরের অবকাঠামো বেশিরভাগই ধসে পড়েছে।
বিবিসি জানায়, বৌদ্ধমূর্তিটি ১৯৯৮ সালে মন্দিরের আসল মূর্তির রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছিল। আসল মূর্তিটি ছিল ৪২৩ খ্রিস্টাব্দের। কিন্তু চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় এটি ধ্বংস হয়ে যায়। সূত্র; বিডি নিউজ