আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

প্রথম ডেটে ট্রুডো বলেছিলেন, সোফির সঙ্গে বাকি জীবন কাটাতে চান

জাস্টিন ট্রুডো (৫১) ও সোফি গ্রেগোয়ারের (৪৮) ১৮ বছরের দাম্পত্য জীবনের পর তাঁদের বিচ্ছেদের অপ্রত্যাশিত ঘোষণাটি অনেককেই বিস্মিত করেছে। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো গতকাল বুধবার তাঁর ইনস্টাগ্রামে এ ঘোষণা দেন। সোফিও তাঁর ইনস্টাগ্রামে একই ঘোষণা দিয়েছেন। ট্রুডো-সোফির দাম্পত্য জীবন অনেকের কাছেই ‘ঈর্ষণীয়’ ছিল। এ নিয়ে হরদম চর্চাও লক্ষ করা গেছে। বিচ্ছেদের ঘোষণার পর তাঁরা নতুন করে আলোচনায়। এ আলোচনায় ট্রুডো-সোফির পরিচয়, প্রেম, বিয়ের প্রসঙ্গও ঘুরেফিরে আসছে।ট্রুডো-সোফির পরিচয়, প্রেম, বিয়ে নিয়ে আগেও অনেক প্রতিবেদন হয়েছে। এ নিয়ে ২০১৯ সালে একটি প্রতিবেদন করেছিল কানাডার অনলাইন সংবাদমাধ্যম ‘নার্সিটি’। সূত্র: প্রথম আলো

ভোটের ফল উল্টে দেওয়ার চেষ্টায় ট্রাম্প অভিযুক্ত

২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। খবর : বিবিসি। ৪৫ পৃষ্ঠার অভিযোগে ষড়যন্ত্রে সহযোগিতাকারী হিসেবে অজ্ঞাতনামা ছয়জনকে রাখা হয়েছে। তাদের মধ্যে চারজন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং একজন রাজনৈতিক পরামর্শদাতা। আদালতের নথিতে ট্রাম্পকে ‘অসততা, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ফেডারেল সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে’ অভিযুক্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে এরই মধ্যে আরও দুটি মামলায় অভিযুক্ত করা হয়েছে। সেগুলো হলো গোপন নথির অপব্যবহার এবং মুখ বন্ধ রাখতে একজন পর্নো তারকাকে অর্থ প্রদানের তথ্য জাল করা। আনুষ্ঠানিকভাবে আনা নতুন ওই অভিযোগের তদন্তকাজে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন বিচার বিভাগ নিযুক্ত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। স্থানীয় সময় মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় তিনি বলেন, ‘আমাদের দেশের রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারি চালানো হামলা ছিল মার্কিন গণতন্ত্রের আসনে একটি নজিরবিহীন আক্রমণ। (মামলার) অভিযোগ অনুযায়ী এতে মিথ্যার মাধ্যমে ইন্ধন জোগানো হয়েছিল।’ স্মিথ ‘দ্রুত বিচারের’ প্রক্রিয়া শেষ করে আনার প্রতিশ্রুতি দেন। তবে তিনি জোর দিয়ে বলেন, সাবেক প্রেসিডেন্টকে ‘অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে ধরে নিতে হবে’। ট্রাম্পকে আজ ওয়াশিংটন ডিসির আদালতে হাজির করার কথা রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

তারেকের আবার সাজা জুবাইদার প্রথমবার

২৬(২) ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর এবং ২৭(১) ধারায় অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর। রায়ে তারেক রহমানকে ২৬(২) ধারায় তিন বছর এবং ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই কারাদণ্ডাদেশ ধারাবাহিকভাবে চললে তারেক রহমানকে মোট ৯ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তাঁকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।এই টাকা পরিশোধ না করলে তারেক রহমানকে আরো তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
আর দুদক আইনের ২৭(১) ধারায় জুবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা। জরিমানা পরিশোধ না করলে আরো এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে জুবাইদাকে। সূত্র: কালের কণ্ঠ

Nagad

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
ওডেসার শস্যগুদামে হামলা

ইউক্রেনের বন্দর নগরী ওডেসার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাতভর চালানো এ হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির একটি শস্য সংরক্ষণ গুদাম। বুধবার ওডেসার আঞ্চলিক প্রধান ওলেহ কিপার এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া রাশিয়ার হামলায় একটি শিল্প স্থাপনা ও একটি বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যায়। একই দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভেও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসায় ইউক্রেনের বিমানবাহিনী ইরানের তৈরি মস্কোর শাহেদ ১৩৬ ও ১৩১ মডেলের ২৩টি ড্রোন ধ্বংস করেছে। ড্রোন হামলার পর অঞ্চলটিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পরিষেবার কর্মীরা পৌঁছেছেন বলে জানা গেছে।কিয়েভে চালানো হামলায়ও কোনো হতহাতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনে পাঠানো রাশিয়ার সবগুলো ড্রোনই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো। গুলি করে ১০টি ড্রোন ভূপাতিত করার খবর জানান তিনি।পপকো আরও বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুসারে রাশিয়া হামলার জন্য শাহেদ ড্রোন ব্যবহার করেছে। ড্রোনগুলো বিপুল পরিমাণ গোলাবারুদ নিয়ে হামলা চালিয়েছিল।’ সূত্র: যুগান্তর

অশান্তির বিয়ের চেয়ে শান্তির ডিভোর্স শতগুণে ভাল: তসলিমা নাসরিন

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, ‘আমি বিয়েতে ততটাই বিশ্বাস করি যতটা ডিভোর্সে করি। অশান্তির বিয়ের চেয়ে শান্তির ডিভোর্স শতগুণে ভাল।’ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় এ কথা লেখেন তসলিমা।মূলত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফি নিজেদের ১৮ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দেওয়ার পরই বিশ্বজুড়ে বিয়ে ও সম্পর্ক নিয়ে অনেককে কথা বলতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় ফেসবুক পোস্টে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেন, ‘যখন বিল গেটস আর মেলিন্ডা গেটসের ডিভোর্স হলো, মন খারাপ হয়েছিল। এক সঙ্গে ওঁরা মানব সমাজের ভাল’র জন্য কত ভাল কাজ করছিলেন। একই রকম জাস্টিন ট্রুডো আর সোফি ট্রুডোর বিচ্ছেদের খবর শুনে মন খারাপ হয়ে গেল। জাস্টিনের মতো এমন উদার, প্রাণোচ্ছ্বল, বুদ্ধিদীপ্ত এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে কোনও ভাল মানুষের বিরোধ হতে পারে বলে আমার কখনও মনে হয়নি। কী জানি, হয়তো ব্যক্তিত্ব দুজনেরই প্রখর হলে সংঘাতের আশঙ্কা থাকে। যাদের ব্যক্তিত্বের বালাই নেই, অথবা ব্যক্তিত্ব একজনের বেশি আরেকজনের কম, তারাই হয়তো একসঙ্গে সুখে শান্তিতে সারাজীবন কাটিয়ে দিতে পারে।’ সূত্র: সমকাল

হরিয়ানার হুমকি দিল্লিতেও

ভারতের মণিপুর প্রদেশে জাতিগত সহিংসতার আগুন পুরোপুরি নেভার আগেই হরিয়ানা প্রদেশে জ্বলছে সাম্প্রদায়িক সহিংসতার আগুন। গত সোমবার রাতে সেখানকার নুহতে শুরু হওয়া ব্যাপক মাত্রার সহিংসতা ছড়িয়ে পড়ছে হরিয়ানা জুড়ে। সেদিনই সহিংসতার আগুনে পোড়ে গুরুগ্রাম এলাকা। গুরুগ্রাম থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। তাই স্বাভাবিকভাবেই হরিয়ানার আঁচ পড়ার শঙ্কায় আছে দিল্লি। এ পরিস্থিতিতে সতর্ক অবস্থায় আছে দিল্লি পুলিশ। গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সংঘর্ষ গুরুগ্রামের ৭০ নম্বর সেক্টরেও ছড়িয়ে পড়ে। ওইদিন রাতে গুরুগ্রামে মুসলিমদের দোকানপাট-বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর গুরুগ্রামে বোতলে বা অন্যান্য পাত্রে খোলা পেট্রোল এবং ডিজেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তবে পুলিশ জানায়, গতকাল বুধবার আর সেখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু সোমবারের ঘটনায় বেশ কিছু এলাকায় বিক্ষোভ করেছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতাকর্মীরা। কোনোভাবেই যেন সুযোগ-সন্ধানী কেউ জানমালের ক্ষতি না করতে পারে সেজন্য কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারকে এসব বিক্ষোভের ওপর কড়া নজর রাখার আদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সহিংসতার সুযোগে মাঝে ফের তৎপর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটনাকারীরা। সূত্র: দেশ রুপান্তর

ওজন কমাতে বিশ্ববিদ্যালয় ছাড়লেন চীনা তরুণী

আদর্শ ওজন বজায় রাখা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া রোগ প্রতিরোধ ও শরীর পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। তবে ওজন কমানোর বিষয়টি মোহের পর্যায়ে চলে গেলে তা আর সাধারণ কোনো বিষয়টি থাকে না, গুরুতর সমস্যায় পরিণত হয়। এমনই ঘটনা ঘটেছে চীনে। চীনা এক তরুণী তাঁর স্নাতকোত্তর ডিগ্রি ছেড়ে দিয়েছিলেন স্রেফ ওজন কমানোর আশায়। তবে তিনি ব্যর্থ হননি।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ঝেজিয়াং প্রদেশের শ্যাং নামের ওই নারীর ওজন ৯০ কেজিতে পৌঁছালে সেমিস্টারের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। তাঁর বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ব্যর্থ হয়নি। সূত্র: আজকের পত্রিকা।

ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েও কেন বাড়ছে ট্রাম্পের জনপ্রিয়তা?

ডোনাল্ড ট্রাম্পের আইনী ঝামেলা দিন দিন যতই বাড়তে থাকুক, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান প্রার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা একটুও কমেনি। অন্য সব মনোনয়নপ্রত্যাশীদের চেয়ে তিনি অনেক অনেক এগিয়ে। বরং বলা যায়, ফৌজদারি মামলাগুলোতে অভিযুক্ত হবার পর যেন তার অবস্থান আরো শক্তিশালী হয়েছে। এর কারণ কী?

সাবেক প্রেসিডেন্ট মি. ট্রাম্প গত চার মাসে তিনটি মামলায় অভিযুক্ত হয়েছেন।

একবার নিউইয়র্কে একটি অর্থ সংক্রান্ত অপরাধের অভিযোগে, একবার ফেডারেল আদালতে গোপনীয় দলিলপত্র নিজের কাছে রাখা এবং এর তদন্তে বাধা সৃষ্টির অভিযোগে, আর মঙ্গলবার রাতে তিনি আবার ফেডারেল কোর্টে অভিযুক্ত হয়েছেন আরেকটি মামলায় – যাতে অভিযোগ করা হয়েছে যে তিনি ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেবার জন্য ষড়যন্ত্র করেছিলেন। তা ছাড়া মি. ট্রাম্প চতুর্থ আরেকটি মামলায় অভিযুক্ত হতে পারেন – সেটি হলো জর্জিয়ায়। এখানে অভিযাগ: ২০২০ সালের নির্বাচনে এখানে তার পরাজয়কে উল্টে দিতে তিনি রাজ্য কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছিলেন।এত কিছুর ভেতর দিয়েও কিন্তু ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান থামেনি। বরং তাতে আরো গতিসঞ্চার হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

ব্রাজিলের তিন রাজ্যে পুলিশের অভিযানে নিহত ৪৫

ব্রাজিলের তিনটি রাজ্যে মাদক কারবারের সঙ্গে জড়িত অপরাধী দলগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রিও ডি জেনেইরোর কমপ্লেক্সো দা পেনিয়া এলাকায় এক অভিযান চলাকালে পুলিশের গুলিতে ১০ জন নিহত হন। পুলিশ জানিয়েছে, অভিযানে যাওয়ার পর সশস্ত্র আততায়ীরা তাদের আক্রমণ করে, দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে অপরাধীদলের নয় সদস্য ও অপর একজন নিহত হন। এ সময় এক পুলিশ কর্মকর্তাও আহত হন। এর আগে চলতি সপ্তাহে দেশটির সাউ পাওলো রাজ্যে ‘অপারেশন শিল্ড’ নামে পুলিশের পাঁচ দিনব্যাপী আরেক অভিযানে ১৬ জন নিহত হয়।আর দক্ষিণপূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যে শুক্রবার থেকে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছেনে বলে কর্মকর্তারা জানিয়েছেন; খবর বিবিসির।সাউ পাওলো রাজ্যে অভিযান চলাকালে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার উপকূলীয় শহর গুয়ারুজায় স্পেশাল ফোর্সের এক পুলিশ কর্মকর্তাকে হত্যার পর এই অভিযান শুরু করা হয়। সূত্র: বিডি নিউজ