আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

দক্ষিণ কোরিয়া
দাবদাহে হাঁসফাঁস অবস্থা, ওয়ার্ল্ড জাম্বুরি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অনেক স্কাউটকে

দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে স্কাউটের বৈশ্বিক আসর ২৫তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের হাজারো স্কাউট। কিন্তু প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এ অবস্থায় জাম্বুরি থেকে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের স্কাউটকে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুয়ানে ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি শুরু হয়েছে। আয়োজনটি ১২ আগস্ট পর্যন্ত চলার কথা। ১৫৮টি দেশের ৪৩ হাজার স্কাউট এতে অংশ নিয়েছেন। এসব স্কাউটের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। শুধু যুক্তরাজ্য থেকে অংশ নিয়েছেন সাড়ে ৪ হাজার স্কাউট। করোনা মহামারি শুরুর পর এটাই স্কাউটের সবচেয়ে বড় বৈশ্বিক আয়োজন।
কিন্তু বুয়ানে প্রচণ্ড গরম পড়েছে। তীব্র দাবদাহে কাবু হয়ে পড়েছেন স্কাউটরা। দমবন্ধ পরিবেশ ও বাড়তি তাপের কারণে গত বৃহস্পতিবার ১৩৮ জন স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গরমের কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়া স্কাউটের সংখ্যা ৭০০-এর বেশি।এ অবস্থায় গতকাল শুক্রবার ওয়ার্ল্ড স্কাউটের পক্ষ থেকে আয়োজনটি সংক্ষিপ্ত করার অনুরোধ করা হয়েছে। সূত্র: প্রথম আলো

ডোনাল্ড ট্রাম্পের দাবি
রাজনৈতিক হয়রানি করতেই মামলা করা হয়েছে

মার্কিন কংগ্রেস ভবনে হামলায় মদদদানের মামলায় ডোনাল্ড ট্রাম্পকে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার নিযুক্ত বিচারকের মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার বিকেলে ট্রাম্প ওয়াশিংটন ডিসির ম্যাজিস্ট্র্রেট আদালতে হাজির হওয়ার পর বিচারক ২৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। বলা হচ্ছে, এ পর্যন্ত আনা তিনটি ফৌজদারি মামলার মধ্যে এটাই সবচেয়ে গুরুতর।এদিন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টা, সহিংসতা উসকে দেওয়া, সরকারি কাজে বাধা এবং বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ চারটি অভিযোগ তোলা হয়। আদালতে পৌঁছানোর পর ধনকুবের ট্রাম্পকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তাঁকে বেশ শান্তও দেখায়।ওয়াশিংটন ডিসির ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ম্যাক্সিলা উপাধ্যায় জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার বিচার চলবে ডিস্ট্রিক্ট বিচারক টানিয়া চুটকানের নেতৃত্বে। এ সময় বিচারক বলেন, ‘আমি সকলকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, স্বচ্ছ প্রক্রিয়া ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে। সূত্র: কালের কণ্ঠ

মণিপুরে নিরাপত্তা চৌকিতে হামলা অস্ত্র লুট, পুলিশ নিহত

উত্তেজনা থামছেই না ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে। এর মধ্যে বৃহস্পতিবার রাজ্যের রাজধানী ইম্ফলে এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। অন্যদিকে বিষ্ণুপুরে অন্তত দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে স্বয়ংক্রিয় বন্দুকসহ অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে বিক্ষুব্ধরা।
মণিপুর পুলিশ জানায়, বিষ্ণুপুরে সশস্ত্র পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের কেইরেনফাবি এবং থাঙ্গালাওয়াই পুলিশ ফাঁড়িতে হামলা চালায় একদল নারী-পুরুষ। তারা ভাঙচুর করার পাশাপাশি অস্ত্র লুট করে।প্রশাসন জানায়, উচ্ছৃঙ্খল জনতা পূর্ব ইম্ফলের হেইনগাং ও সিংজামেই থানা থেকেও অস্ত্রশস্ত্র লুটপাটের চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের হামলা প্রতিরোধ করে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ইম্ফলের কৌত্রুক, হারাওথেল, সেঞ্জাম চিরাং এলাকায় সশস্ত্র হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে এক নিরাপত্তা কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। সেঞ্জাম চিরাংয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মণিপুর পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। কোনো একজন লক্ষ্যভেদী তাকে গুলি করেছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। সন্দেহভাজন বিদ্রোহীরা কৌত্রুক ও সেঞ্জাম চিরাংয়ে নিকটবর্তী পাহাড়শ্রেণি থেকে গুলিবর্ষণ করলে গোলাগুলি শুরু হয়। এতে স্থানীয় গ্রামের এক স্বেচ্ছাসেবক আহত হন। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

এবার রাশিয়ার যুদ্ধজাহাজে ড্রোন হামলা

মস্কো-ক্রিমিয়ায় দফায় দফায় হামলার পর এবার প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালাল ইউক্রেন। রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌঘাঁটি নভোরোসিয়াস্কে সামুদ্রিক ড্রোনের হামলায় একটি রুশ যুদ্ধজাহাজে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবারের হামলাটি ক্রেমলিন প্রতিহতের দাবি করলেও দুটি সূত্র রয়টার্স যুদ্ধজাহাজের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। কদিন আগেও কৃষ্ণসাগরে রাশিয়ার টহল জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালায় কিয়েভ। তবে সেগুলো প্রতিহত করে রাশিয়ার নৌবাহিনী। সিএনএন। একটি ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র রয়টার্সকে বলেছে, ওলেনেগরস্কি গরনিয়াক নামে রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনীয় নৌবাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানের পর জাহাজটি বিকল হয়ে পড়েছে। সূত্রটি জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজে প্রায় ১০০ নাবিক ছিলেন। ৪৫০ কেজি টিএনটি বহনকারী একটি সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। পৃথক আরেকটি সূত্র জানিয়েছে, রাশিয়ার নৌবাহিনীর একটি বিশাল জাহাজকে টো করে তীরে নিয়ে আসা হয়েছে। তবে এই সূত্র জাহাজটির নাম উলে­খ করেনি। সূত্র; যুগান্তর

নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা পশ্চিম আফ্রিকার নেতাদের

নাইজারে গত সপ্তাহের সেনা অভ্যুত্থানের প্রেক্ষাপটে সেখানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে পরিকল্পনা করেছেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর প্রতিরক্ষা প্রধানরা। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, নাইজারের কোথায় এবং কখন আঘাত হানা হবে সে বিষয়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটি (ইসিওডব্লিউএএস) অভ্যুত্থানের হোতাদের আগে থেকে কিছু জানাবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধানরা নেবেন বলে শুক্রবার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী বৈঠক শেষে জানিয়েছেন ইসিওডব্লিউএএস রাজনৈতিক বিষয়াবলীর কমিশনার আবদেল ফাতাউ মুসাহ। তিনি বলেন, হস্তক্ষেপের অংশ হিসেবে কী কী করা হবে তার সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া সামরিক হস্তক্ষেপের জন্য কী পরিমাণ অস্ত্র বা সামরিক সরঞ্জামের প্রয়োজন হবে এবং আমরা কীভাবে ও কোথায় সেনা মোতায়েন করব সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইসিওডব্লিউএএস ইতোমধ্যে নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আগামী রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা ফিরিয়ে না দিলে অভ্যুত্থানে জড়িতদের বিরুদ্ধে বলপ্রয়োগের অনুমতি দিতে পারে। পশ্চিম আফ্রিকার দেশগুলোর ১৫ সদস্যের জোটের পক্ষ থেকে তাদের প্রতিনিধি নাইজারের পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার নাইজারে যায়। তবে নাইজারের বিমানবন্দরে দেশটির সামরিক বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক থেকে আশাব্যঞ্জক কোনো খবর আসেনি। সূত্র; সমকাল

সৌদি আরব আয়োজিত ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেবে চীন

সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নেবে চীন। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত লি হুই জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। বৈঠকে ৪০টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা ইউক্রেনে শান্তির আনয়নের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করতে বৈঠকে যোগ দেবেন। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউসহ কয়েক ডজন দেশ আলোচনায় উপস্থিতি নিশ্চিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।’ সূত্র; আজকের পত্রিকা।

নাইজারে সামরিক হস্তক্ষেপ করতে চায় আফ্রিকান নেতারা

নাইজারে সামরিক হস্তক্ষপের পরিকল্পনা চূড়ান্ত করেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোয়াস) নেতারা। কখন কিভাবে সেনা মোতায়েন করা হবে সেটাও চূড়ান্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের পরিস্থিতি নিয়ে ইকোয়াস জোটের সদস্য দেশগুলোর সেনাপ্রধানরা তিনদিন নাইজেরিয়ার রাজধানী আবুজায় বৈঠক করেন। এসময় নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়া কীভাবে ও কোথায় প্রথম হামলা চালানো হবে সে বিষয়টিও ঠিক করেছেন তারা। তবে হামলার আগে নাইজারকে এ ব্যাপারে অবহিত করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠকের ব্যাপারে শুক্রবার (৪ আগস্ট) কথা বলেছেন ইকোয়াসের রাজনৈতিক বিষয়াবলী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক কমিশনার আব্দেল-ফাতাও মুসাহ। তিনি জানান, কীভাবে সামরিক হস্তক্ষেপ করা হবে এবং এজন্য কী প্রয়োজন সেটি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রীয় প্রধানরা। সূত্র: দেশ রুপান্তর

কৃষ্ণ সাগরে সামুদ্রিক ড্রোনের হামলায় রুশ যুদ্ধজাহাজ বিধ্বস্ত

ইউক্রেনের একাধিক সূত্র জানিয়েছে, ইউক্রেনের সামুদ্রিক ড্রোনের হামলায় কৃষ্ণ সাগরে রুশ একটি যুদ্ধজাহাজ বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরের কাছে কৃষ্ণসাগরে এই হামলা হয়েছে বলে জানা গেছে। রপ্তানির জন্য এই বন্দরটি রাশিয়ার কাছে বেশ গুরুত্বপূর্ণ।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ঐ বন্দরের কাছে একটি নৌ ঘাঁটি লক্ষ্য করে ইউক্রেন দুটি সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালায়, কিন্তু সেই হামলা নস্যাৎ করে দেওয়া হয়েছে।কিন্তু ইউক্রেনীয় একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে একটি ড্রোন ওলেনেগরস্কি গরনিয়াক নামে রুশ একটি যুদ্ধজাহাজে আঘাত করেছে এবং “জাহাজটিকে এখন আর যুদ্ধে কাজে লাগানো সম্ভব হবে না।“রুশ এই জাহাজটিকে শত্রু দেশের সাগরতটে সেনা এবং সরঞ্জাম অবতরণের কাজে লাগানোর উদ্দেশ্যে তৈরি করা হয়। সূত্র: বিবিসি বাংলা।

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হালান বনভূমি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। সন্ধ্যা থেকে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।অভিযানের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়ে বিচ্ছিন্নতাবাদীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। তুমুল গোলাগুলির মধ্যে সেনাবাহিনীর তিন সেনা নিহত হন। অভিযান এখনও চলছে বলে এক টুইটে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কোর। সূত্র: বিডি নিউজ