চট্টগ্রামে নতুন ১৮২ ডেঙ্গুরোগী হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (৫আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানিয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৮২ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি হাসপাতালে ৬০ জন। সরকারি হাসপাতালে ১২০ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬, জেনারেল হাসপাতালে ১১, বিআইটিআইডি’তে ২৭ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৯০ জনে। এদের ১ হাজার ৯০০ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৩৯০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২০ জন।
একদিনে হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড কিনা জানতে চাইলে ডেঙ্গু কন্ট্রোল রুম জানায়, শুক্রবার সরকারি হাসপাতালে ভর্তির তালিকা সাধারণত জানানো হয় না। তাই আজকের রোগীর সংখ্যা শুক্র ও শনিবার মিলিয়ে দু’দিনের।