সাজেকে আটকা দেড় শতাধিক পর্যটক!

রাঙামাটি সংবাদদাতারাঙামাটি সংবাদদাতা
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৩

ছবি- সংগৃহীত

টানা ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ধসে রাস্তাঘাটে চলাচলে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। বাঘাইহাট বাজার ও মাচালং সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে সাজেক পর্যটন কেন্দ্রে দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছে।

মঙ্গলবার (০৮ আগস্ট) পর্যটক আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।

ইউএনও বলেন, “পর্যটকেরা নিরাপদেই রয়েছেন। তবে সড়কযোগাযোগ স্বাভাবিক হতে কয়েক দিন সময় লেগে যাবে।”

পর্যটক নাফিস ইসলাম গণমাধ্যমকে বলেন, “গত সোমবার সাজেকে এসেছি। গতকাল রাত থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বিদ্যুৎ নেই। মোবাইলে নেটওয়ার্কের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পাহাড়ধস ও বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পর্যটকদের সাজেক থেকে বের হতে দিচ্ছে না। অনেক পর্যটক আটকা পড়েছেন।”

বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “আমরা আশ্রয়কেন্দ্র গুলোতে খাবারের ব্যবস্থা করেছি।”

Nagad

সারাদিন/০৮ আগস্ট/এমবি