আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তানজিদ
সাকিব আল হাসানকে গতকাল এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আজ জানিয়ে দেওয়া হলো এশিয়া কাপে বাংলাদেশের ১৭ জনের স্কোয়াড। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী ওপেনার তানজিদ হাসান। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজিদ। বাংলাদেশের মধ্যে তানজিদের রানই ছিল সর্বোচ্চ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন নাসুম। মেহেদী হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে। ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় থাকবেন শামীম হোসেন। বাংলাদেশের হয়ে এর আগে ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন শামীম। এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি। আলোচনায় থাকলেও দলে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহর। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও রনি তালুকদার। সূত্র: প্রথম আলো
তালিকায় সক্ষম সংস্থা কম
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার জন্য যে ৬৮টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার ৪২টিই নতুন। এই সংস্থাগুলো এর আগে কোনো নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেনি। নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে অন্যতম যোগ্যতা—গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার অভিজ্ঞতাও অনেক সংস্থার নেই। ইসির প্রাথমিক তালিকায় গত সংসদ নির্বাচনে নিবন্ধিত ছিল এমন পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ২৬। এর মধ্যে ১৬টি সংস্থা ঢাকার বাইরের।নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাথমিক তালিকায় থাকা সংস্থাগুলোর বিষয়ে আপত্তি থাকলে তা গণবিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ইসির নজরে আনা যাবে। আপত্তিগুলো নিয়ে শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। সূত্র: কালের কণ্ঠ
বদলে যাচ্ছে আট বিমানবন্দর
♦ তিনটি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরে চলছে উন্নয়ন কাজ ♦ ৮৬ শতাংশ শেষ তৃতীয় টার্মিনালের, অক্টোবরে আংশিক উদ্বোধন
উন্নয়ন কর্মযজ্ঞে বদলে যাচ্ছে দেশের আট বিমানবন্দর। বিমানবন্দরের উন্নয়নে সরকার প্রায় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয় করছে। বিমানবন্দর উন্নয়নের এই নতুন সুবিধাগুলো চলতি বছরের অক্টোবর থেকে পর্যায়ক্রমে চালু হবে। এসব কার্যক্রমের ফলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে সেবার মানোন্নয়ন ও উড়োজাহাজ ও যাত্রী ধারণ সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বর্তমান সরকার এভিয়েশন খাতের উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এই প্রকল্পগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ও পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরে কাজ চলমান রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৮৬ শতাংশ শেষ হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন, সিলেট বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে এবং বেবিচকের সক্ষমতা বৃদ্ধিসহ কমপক্ষে সাতটি প্রকল্পের কাজ চলতি বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘রাজশাহী, যশোর, সৈয়দপুর, কক্সবাজার, বরিশালে রানওয়ে শক্তিশালীকরণ অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। রানওয়ে বড় হলে বড় উড়োজাহাজ অনায়াসে ওঠানামা করতে পারবে। রাজশাহীতে আরেকটি টার্মিনাল বিল্ডিং করা হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হবে এবং কনসালটেন্ট নিয়োগ করা হবে। সিলেটে নতুন টার্মিনাল বিল্ডিংয়ের কাজ চলছে। এ কাজগুলো শেষ হলে যাত্রীসেবার মান বাড়বে।’ চলমান উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ, কক্সবাজারে দেশের দীর্ঘতম রানওয়ে স্থাপন, ছয়টি বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি এবং প্রাথমিক সুযোগ-সুবিধার উন্নয়ন। মেগা প্রকল্প তৃতীয় টার্মিনালের কাজ চলছে দ্রুত গতিতে। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনাল উদ্বোধন করবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হযরত শাহজালাল বিমানবন্দরে বর্তমানে যে দুটি টার্মিনাল রয়েছে, তার যাত্রী ধারণক্ষমতা বছরে প্রায় ৭০ লাখ। তৃতীয় টার্মিনাল তৈরি হলে এ সংখ্যা দাঁড়াবে ২ কোটির কাছাকাছি। ভবনের ভিতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। সূত্র: বিডি প্রতিদিন।
রোহিঙ্গাদের ত্রাণ কমিয়েছে জাতিসংঘ, ওআইসির সহযোগিতা চাইল বাংলাদেশ
রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য ও উপসাগরীয় দেশগুলোর কাছে আরও সাহায্য চেয়ে আবেদন করেছে। কক্সবাজারে বাংলাদেশ সরকারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান আরব নিউজকে এ তথ্য জানিয়েছেন। এ বছরের শুরুতে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ত্রাণের পরিমাণ হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে এ আবেদন করল বাংলাদেশ। এই সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে ওআইসি এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের একটি যৌথ প্রতিনিধিদল বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেছে। ওআইসি এক বিবৃতিতে বলেছে, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও আর্থিক সংস্থান জোগাড় করাই এই সফরের লক্ষ্য। জুনের শুরু থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা প্রতি মাসে জনপ্রতি ৮ ডলার বা দিনে ২৭ সেন্টে কমিয়ে আনা হয়েছে। জাতিসংঘের আওতাধীন সংস্থাটি তহবিল সংকট দেখিয়ে মার্চে প্রথমে ১২ ডলার থেকে কমিয়ে ১০ করে। মিজানুর রহমান আরব নিউজকে বলেছেন, ‘আমরা উপসাগরীয় দেশ এবং ওআইসি সদস্যদের কাছ আরও অর্থায়নের জন্য প্রতিনিধিদলের কাছে আবেদন করেছি। প্রতিনিধিদল কক্সবাজারে তহবিল সংকটসহ রোহিঙ্গাদের সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছিল। প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।’ সূত্র: আজকের পত্রিকা।
অগ্রগতি বাধাগ্রস্ত করতে বিএনপির আন্দোলন
বিএনপি যে আন্দোলনে নেমেছে তা সামনের নির্বাচন কেন্দ্র করে নয়, এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বর্তমান বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি দেখে বিএনপির গাত্রদাহ হয়। তারা সহ্য করতে পারে না। তাই তারা শেখ হাসিনাকে আঘাত করতে চায়। আন্দোলনের মাধ্যমে দেশে অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়।’ গতকাল শুক্রবার উত্তরার আজমপুরে ১৪ দল আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন।বিএনপি-জামায়াত জোটের হত্যা-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪-দলীয় জোট এই শান্তি সমাবেশ করেছে।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়েই এ দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে। হত্যাকারীদের পুরস্কৃত করেছেন জিয়া। রাজনীতির সুযোগ দিয়েছেন।’তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়নে বিএনপির গাত্রদাহ হয়। তারা শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।’আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমু বলেন, অসাংবিধানিক ধারায় যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ১৪ দল তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। সূত্র: দেশ রুপান্তর
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদন
সাত কৌশলে রপ্তানির আড়ালে অর্থ পাচার
রপ্তানির আড়ালে অর্থ পাচারের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। প্রায় সময়েই এ ধরনের তৎপরতা প্রতিহত করছে কাস্টমস। সরকারি প্রণোদনা হাতিয়ে নিতেও রপ্তানিতে জালিয়াতি করা হচ্ছে। এসব অপকর্ম সম্পন্ন করতে অসাধু ব্যবসায়ীরা মূলত সাতটি পন্থা বা কৌশল অনুসরণ করছেন, যা চিহ্নিত করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এগুলো হচ্ছে-আমদানি পণ্যের মূল্য বেশি-কম (ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং) দেখানো, কম ঘোষণায় বেশি পণ্য রপ্তানি, বেশি ঘোষণায় কম পণ্য রপ্তানি, কাগজপত্র জালিয়াতির মাধ্যমে রপ্তানি, ভুয়া রপ্তানি এবং শুল্কমুক্ত সুবিধায় আনা পণ্য রপ্তানিতে জালিয়াতি। সম্প্রতি রপ্তানি আড়ালে অর্থ পাচারের তথ্য-প্রমাণসহ এ সাত কৌশল তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একটি প্রতিবেদন দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই প্রতিবেদনে অর্থ পাচার রোধে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ ৬টি সুপারিশ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ফখরুল আলম যুগান্তরকে বলেন, সাম্প্রতিক সময়ে কাস্টমস রপ্তানির আড়ালে অর্থ পাচারের বেশকিছু তৎপরতা প্রতিহত করেছে। দুষ্কৃতকারীরা প্রণোদনার অর্থ আত্মসাতে এবং অর্থ পাচার করতে যত পন্থা অবলম্বন করেছে, পূর্ণাঙ্গ তথ্যসহ তার বিস্তারিত তুলে ধরে সুপারিশসহ এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর
কূটনীতিকদের সঙ্গে আজ প্রাতরাশ বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ঢাকায় নিয়োজিত কূটনীতিকদের সঙ্গে আজ শনিবার প্রাতরাশ বৈঠকে বসছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের গৃহীত ‘ই-কোয়ালিটি সেন্টার ফর ইনক্লুসিভ ইনোভেশন’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। ডিজিটাল বিভাজন দূর এবং সবার জন্য ডিজিটাল সুযোগের সমতা নিশ্চিত করার জন্য কেন্দ্রটি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাতরাশ বৈঠকে ওই কেন্দ্রের উদ্দেশ্য, কৌশল এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হবে। বিদেশি মিশনগুলোকে দেওয়া আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এই উদ্যোগটি আরও ন্যায়সংগত ডিজিটাল ল্যান্ডস্কেপ তৈরির প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ তার লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন এবং অংশীদারিত্ব কামনা করে। সূত্র: সমকাল
কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
নিরাপত্তার কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।
মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত নারী পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৮টার পর থেকে কুলাউড়ার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। তিনি বলেন, এ অভিযান পরিচালনা করতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল এসেছে এবং তাদের সাহায্য করতে মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও রয়েছে ঘটনাস্থলে। নিরাপত্তার কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র: বিডি নিউজ
উদ্বোধনের আগেই সেতুর সংযোগ সড়কে ধস
উদ্বোধনের আগেই ধসে পড়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রামের সিংহবাড়ির খালে ওপর নির্মিত সেতুর সংযোগ (অ্যাপ্রোচ) সড়ক। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)। জানা গেছে, কাজের শুরু থেকেই সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। কিন্তু বিষয়টি কানে তোলেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এবার ধসের জন্য প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছেন তারা।উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ৩০ মিটার দৈর্ঘ্যের সেতু ও দুই পাশে ১০৪ মিটার সংযোগ সড়কের কাজের জন্য খরচ হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা। এর মাধ্যমে কুশঙ্গল ইউনিয়নের কয়েকটি গ্রাম সংযুক্ত হবে।সরেজমিন দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগের তিন দিকের সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে। এ ছাড়া সেতুর গোড়ায় বাঁধাই করা ব্লক সরে গেছে, সড়ক ফুটো হয়েছে। সেতুর পূর্ব ও পশ্চিম দিকের সংযোগের বালু সরে গিয়ে কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ব্লকও ছিন্নভিন্ন হয়ে গেছে। ঠিকাদারের লোকজন ফাটল ও ধসে পড়া অংশ পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু যথাসময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সূত্র: বাংলানিউজ
‘ডিমের দাম শুনে অনেক কাস্টমার গালাগাল দিচ্ছে’
“গত কয়েকদিন ধরে ডিমের দাম শুনে অনেক কাস্টমার গালাগাল দিচ্ছে। অনেকে বুঝলেও কেউ কেউ মনে করে দোকানদাররা ইচ্ছা করে দাম বেশি চাইছে। তাদেরকে কীভাবে বোঝাবো যে এখানে আমাদের কিছু করার নেই”, আক্ষেপ করছিলেন ঢাকার মোহাম্মদপুরের মুদি দোকানদার লতিফ হোসেন।মের দাম এক সপ্তাহের ব্যবধানে হঠাৎই অনেকটা বেড়ে যাওয়ার ফলে কী ধরণের পরিস্থিতিতে পড়তে হয়েছে, তারই বর্ণনা দিচ্ছিলেন তিনি।লাদেশে এক সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে ডিমের দাম প্রতি ডজনে ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। সাত থেকে ১০দিন আগেও খুচরা বাজারগুলোতে যেখানে এক ডজন ডিমের দাম ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা, শুক্রবার সেসব বাজারে এক ডজন ডিমের সর্বনিম্ন মূল্য ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। পাড়া বা মহল্লার ভেতরের দোকানগুলোতে কোথাও কোথাও ১৭৫ থেকে ১৮০ টাকা ডজন পর্যন্ত ডিম বিক্রি হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা