আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সুনামির ভয়াবহতাকেও ছাড়িয়ে গেল হাওয়াইয়ের দাবানল, মৃত বেড়ে ৬৭
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে মৃত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার নিহত মানুষের এই সংখ্যা নিশ্চিত করেছে। হাওয়াইয়ের ইতিহাসে এর আগে কোনো প্রাকৃতিক দুর্যোগে এত বেশি প্রাণহানি ঘটেনি। অঙ্গরাজ্যটির বিগ আইল্যান্ডে ১৯৬০ সালে আঘাত হানা ভয়াবহ সুনামিতে ৬১ জনের মৃত্যু হয়েছিল।হাওয়াইয়ের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগে পরিণত হওয়া এই দাবানলে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে অঙ্গরাজ্যটির মাউই দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ার আগে স্থানীয় লোকজনকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।৮ আগস্ট মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়। কাছেই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে দাবানলের তীব্রতা বেড়ে যায়। দ্রুত সেটি সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ছড়িয়ে পড়ে।দাবানলে অন্তত এক হাজার ভবন পুড়ে গেছে। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, দাবানলের এলাকায় লাশ শনাক্তকারী কুকুর সঙ্গে নিয়ে অভিযান চালালে আরও মরদেহ পাওয়া যেতে পারে। সূত্র: প্রথম আলো
হাওয়াইয়ের গভর্নর জানালেন
ঐতিহাসিক পর্যটন শহরের ৮০% পুড়ে ছাই
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের ইতিহাস প্রসিদ্ধ দ্বীপশহর মাউয়ি পুড়ে ছাই হয়েছে। অক্ষত রয়েছে শহরের সামান্যই। ভয়ংকর দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে গিয়ে ঠেকেছে। গত বৃহস্পতিবার হাওয়াই অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানায়, হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিপর্যয় হিসেবে নাম লেখাতে যাচ্ছে এই দাবানল। হাওয়াইয়ের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মাউয়ির পর্যটন শহর লাহাইনার বেশির ভাগ পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের লেলিহান শিখা ও ধোঁয়া থেকে সুরক্ষার আশায় বহু মানুষ বন্দর এলাকায় পানিতে ঝাঁপ দেয়। শহরের বিপণিবিতান থেকে শুরু করে ঐতিহাসিক স্থাপনা ও প্রাণ-প্রকৃতির কোনো কিছুই রেহাই পায়নি এই দাবানল থেকে। পুরো শহরের ওপর কালো ধোঁয়ার ছায়া।দূরের সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র বাতাসে গত মঙ্গলবার দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে, যা বিপর্যয়কে আরো মারাত্মক করে তোলে।
বিপর্যয়ের ব্যাপকতা সম্পর্কে আঁচ করা যায় হাওয়াই অঙ্গরাজ্যের গভর্নর ডেমোক্রেটিক পার্টির নেতা জশ গ্রিনের কথা থেকে। বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা যা দেখছি, তা বিপর্যয়কর। সম্ভবত হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দুর্যোগের তালিকায় নাম লেখাতে যাচ্ছে এটি। সূত্র: কালের কণ্ঠ
মোদির মন্তব্যের জবাবে রাহুল
মণিপুরে আগুন নিভুক, চান না মোদি
রাহুল গান্ধীর নাম উচ্চারণ না করে গত বৃহস্পতিবার তাকে তীব্র কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাহুলকে কংগ্রেসের ব্যর্থ প্রোডাক্ট বলে মজা করেছিলেন মোদি। গতকাল তার জবাবও দিয়েছেন রাহুল গান্ধী।গত পরশু সংসদে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণের পর গতকাল নরেন্দ্র মোদিকে সরাসরি মণিপুরে সংঘাত জিইয়ে রাখার জন্য দায়ী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, ভারতীয় সেনা চাইলেই মণিপুরের অশান্তি দুই দিনে বন্ধ করে দিতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী রাজনৈতিক স্বার্থেই তার হাতে থাকা অস্ত্র ব্যবহার করছেন না বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের জবাব দিতে গিয়ে গতকালই মণিপুরে অশান্তির জন্য অতীতের কংগ্রেস শাসনকে দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই ঘণ্টার ভাষণের বেশির ভাগ সময়ই তিনি কংগ্রেসসহ বিরোধী ইন্ডিয়া জোটের সমালোচনা করেন। এরপরই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায় ভোটাভুটিতে। স্পিকার ওম বিড়লা জানান, সংখ্যাগরিষ্ঠতায় অনাস্থার বিপক্ষেই ভোট পড়েছে বেশি।বিবিসি জানায়, মোদি ভাষণের প্রথম দেড় ঘণ্টায় মণিপুরের নাম উচ্চারণ না করায় লোকসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। এরপর বিরোধীশূন্য লোকসভায় অনাস্থা ভোটে জয় পায় মোদি সরকার। গতকাল বিষয়টি নিয়ে কথা বলেন রাহুল। অটল বিহারী বাজপেয়ির তুলনা টেনে রাহুল গান্ধী মন্তব্য করেন প্রধানমন্ত্রী পদের গুরুত্বই বোঝেন না নরেন্দ্র মোদি। সংবাদ সম্মেলন করে গতকাল নিজের মণিপুর সফরের অভিজ্ঞতা তুলে ধরেন রাহুল গান্ধী। সূত্র: বিডি প্রতিদিন।
ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ২০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের মনুষ্যবিহীন ২০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও টেলিগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে।এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা। সূত্র: সমকাল
পাঁচ বছরে জুয়ায় সাড়ে ২৪ হাজার কোটি ডলার খুইয়েছেন মার্কিনিরা
যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে জুয়া খেলার প্রবণতা ক্রমেই বাড়ছে। মাত্রা এতটাই বেশি যে, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন—জুয়ার প্রতি এই আসক্তি অক্টোপাসের মতো আটকে ধরতে পারে যা থেকে সহজেই মুক্তি মিলবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত পাঁচ বছরে মার্কিনিরা সাড়ে ২৪ হাজার কোটি ডলার হারিয়েছেন জুয়া খেলে। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জুয়ার খেলার ওপর আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করে। তার পর থেকেই যুক্তরাষ্ট্রে জুয়া খেলার প্রবণতা বেড়ে গেছে। এই নিষেধাজ্ঞা শিথিলের আগে জুয়াড়িদের জুয়া খেলার জন্য বাধ্য হয়ে নেভাদা, ডেলাওয়্যার, অরেগন এবং মন্টানায় যেতে হতো। কারণ, এসব অঙ্গরাজ্যে জুয়ার ব্যাপারে বিধিনিষেধ ছিল না বললেই চলে। ১৯৯২ সালে এসব এলাকায় জুয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে প্রতিবছরই বিপুল পরিমাণ মুনাফা করেছে। যার মধ্যে ২০২২ সালেই এককভাবে ১২ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে, এখন ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য খেলায় বাজি ধরা বৈধ ওয়াশিংটনসহ ৩৪টি অঙ্গরাজ্যে। পাশাপাশি এসব এলাকায় অনলাইন জুয়াও বৈধ। অনলাইন জুয়া থেকে ৩৪০ কোটি ডলার কর পেয়েছে মার্কিন সরকার। সূত্র: আজকের পত্রিকা।
নওয়াজকে নিয়ে আইনি বিতর্ক
দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু তার ভাই পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংসদ ভেঙে দেওয়ার আগে আগে ‘রিভিও অব জার্জমেন্ট অ্যান্ড অর্ডার’ নামে একটি আইন পাস করিয়ে নেন। এটির উদ্দেশ্য ছিল যেসব রাজনীতিবিদকে সুপ্রিম কোর্ট আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করেছেন, তাদের জন্য সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ তৈরি করা। সমালোচকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রাজনীতিতে ফেরাতে তার ছোট ভাই শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার আইনটি পাস তড়িঘড়ি পাস করিয়েছে। তবে শরিফদের চেষ্টায় বাধা দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার পুনর্বিবেচনার ওই সুযোগ রাখা আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। নতুন আইনটি পাস করানোর পর এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিল ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতারাসহ কয়েকজন ব্যক্তি। এ আপিল নিয়ে ছয়টি শুনানি শেষে গত ১৭ জুন আদালত জানায় এ ব্যাপারে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছেন। শুক্রবার এ সিদ্ধান্ত জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সূত্র: দেশ রুপান্তর
ইউক্রেনের পালটা হামলায় বিপাকে রাশিয়া
ইউক্রেনে বিরুদ্ধে রাশিয়ার অভিযান শুরুর ৭৬ সপ্তাহ আগে। তবে এখনো পর্যন্ত তেমন কোনো সুবিধা করতে পারেনি রাশিয়া। শুক্রবারও মস্কোয় ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এ হামলার জেরে মস্কোর দুটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। তবে হামলায় তেমন কোনো ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। এদিকে পালটা মোকাবিলা হিসেবে খারকিভ, জাপোরিঝিয়ায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। শুক্রবার মস্কো লক্ষ্য করে যে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল, সেটি ঠেকিয়ে দিয়েছে রাশিয়া। তবে সম্প্রতি এমন হামলার পরিমাণ বেড়েছে। মস্কো লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে। এ ছাড়া রাশিয়ার জাহাজেও হামলা চালিয়েছে দেশটি। খবর আলজাজিরার। হামলার শিকার রাশিয়ার একটি জাহাজের নাম ওলেনেগোরস্কি গোর্নইয়াক। কৃষ্ণসাগরের পূর্ব উপকূলে নভোরোসিয়াক পোতাশ্রয়ের বাইরে জাহাজটিতে হামলা চালানো হয়। পোতাশ্রয়টি রাশিয়ার জন্য নিরাপদ হিসেবে বিবেচিত হলেও সেখানে হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের এমন হামলার পর রাশিয়া বড় সংকটের মধ্যে পড়েছে বলে মনে করেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির অধ্যাপক ফিলিপস ওব্রিয়েন। তার প্রশ্ন— ‘কৃষ্ণসাগর পাড়ি দেওয়া তেলবাহী এবং এ ধরনের জাহাজগুলোর সুরক্ষার জন্য রাশিয়া কি আরও যুদ্ধজাহাজ মোতায়েন করবে? তবে এতে ওই যুদ্ধজাহাজগুলোও (ইউক্রেনের) লক্ষ্যবস্তুতে পরিণত হবে। নাকি ইউক্রেনের উপকূলজুড়ে হামলার চেষ্টা করবে রাশিয়া? যদিও এটা রুশ বাহিনীর জন্য কতটা বিধ্বংসী, তা ইতোমধ্যে দেখেছে মস্কো।’ সূত্র: যুগান্তর
এক বছরে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করেছেন ৪৯ হাজার মানুষ
যুক্তরাষ্ট্রে আত্মহত্যার সংখ্যা রেকর্ডমাত্রায় বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৪৯ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছেন। এটি আগের বছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গত বছর যুক্তরাষ্ট্রে আত্মহত্যার অর্ধেকের বেশি আগ্নেয়াস্ত্রের মাধ্যমে হয়েছে।মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেসেরা এক বিবৃতিতে বলেছেন, ‘১০ জনের মধ্যে ৯ জন আমেরিকান বিশ্বাস করেন যে আমেরিকা মানসিক স্বাস্থ্যসংকটের সম্মুখীন। সিডিসির প্রতিবেদনে এই আত্মহত্যার কারণ ব্যাখ্যা করা হয়েছে।’ তিনি জানান, অনেক লোক এখনো বিশ্বাস করেন যে সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ। সূত্র: দৈনিক বাংলা।
হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে মৃত্যু বেড়ে ৬৭
কীভাবে দাবানল এত দ্রুত ঐতিহাসিক পর্যটন শহর লাহাইনাজুড়ে ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন হাওয়াইয়ের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দ্বীপটির পশ্চিম উপকূলীয় শহর লাহাইনায় ধিকিধিকি জ্বলতে থাকা ধ্বংসস্তূপের ভেতর উদ্ধারকারী দলগুলো নিবিড়ি তল্লাশি চালানো শুরু করার পর থেকেই মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে।জোরালো সতর্কতা জানানোর আগেই কীভাবে দাবানল এত দ্রুত এই ঐতিহাসিক পর্যটন শহরটিজুড়ে ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন হাওয়াইয়ের কর্মকর্তারা।অঙ্গরাজ্যটির ইতিহাসে এটিই সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। ১৯৬০ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পরের বছর এক সুনামিতে দ্বীপপুঞ্জটির বিগ আইল্যান্ডে ৬১ জনের মৃত্যু হয়েছিল, মাউইর দাবানলে মৃত্যুর সংখ্যা শুক্রবার সেটিকে ছাড়িয়ে গেছে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র: বিডি নিউজ
বড়শিতে মাছের বদলে এল ১২ কোটি টাকার কোকেন!
শখের বশে আটলান্টিক মহাসাগরে বড়শি ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টামপা শহরের মেয়র জেন ক্যাস্টর।
আর তার বড়শিতে ধরা পড়ল ৩২ কেজি ওজনের বিশাল একটা কিছু।হাঙর, ডলফিন আটকালো নাকি? খুব আগ্রহ নিয়ে বড়শি টেনে তিনি দেখলেন কোনো মাছই নয়, একটি প্যাকেট মাত্র। আর প্যাকেট খুলেই চোখ ছানাবড়া তার। এর ভেতরে ভর্তি রয়েছে মাদক কোকেন। প্রায় ১১ লাখ মার্কিন ডলার মূল্যের কোকেন রয়েছে সেখানে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার কোকেন! গত ২৩ জুলাইয়ে এ অদ্ভুত ঘটনাটি ঘটে। তবে গত ৮ আগস্টের এক প্রতিবেদনে এ ঘটনাটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট। সূত্র: বাংলানিউজ