হাওয়াইয়ে ‘সবচেয়ে ভয়াবহ’ দাবানলে নিহত বেড়ে ৬৭
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঞ্চলের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এই দাবানলে মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনা শহর একেবারে ধ্বংস হয়ে গেছে।
বার্তা সংস্থা ‘এএফপি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দাবানলকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে অভিহিত করেছেন স্থানীয় বাসিন্দারা।
এক বিবৃতিতে মাউই কাউন্টি বলেছে, “এখনো আগুন নেভানোর প্রচেষ্টা চলছে। তারপরও স্থানীয় সময় শুক্রবার (১১ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত আরও অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।”
হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন জানান, দাবানলে ১ হাজার ৭০০ ভবন পুরোপুরি জ্বলে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন, “বিপর্যয় শুরুর পর থেকেই এখন পর্যন্ত এই আমাদের মূল্যায়ন। আপনাদের নিশ্চিত করছি যে, কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন এবং কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে।”
হাইওয়াই যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর দ্বীপটির ইতিহাসে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কখনো ঘটেনি। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রে যোগ দেয় হাইওয়াই দ্বীপপুঞ্জ। তার এক বছর পর ১৯৬০ সালে হাওয়াইয়ের ওপর দিয়ে এক ভয়াবহ সুনামি বয়ে যায়। সেই সময় ৬০ জন নিহত হয়েছিল।
এবারের দাবানলে এখন পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছেন। ফলে প্রাণহানি বিবেচনায় এই দাবানল হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে বিবেচিত হচ্ছে।
সারাদিন/১২ আগস্ট/এমবি