সৌদিতে সাড়ে তিন লাখ বিবাহ বিচ্ছেদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

ছবি- সংগৃহীত

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারেই বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা। সৌদি আরবেও বেড়েছে বিবাহ বিচ্ছেদের পরিমাণ। ২০২২ সালে দেশটিতে সাড়ে ৩ লাখ নারী তালাকের শিকার হয়েছেন।

সম্প্রতি সৌদির সরকারি পরিসংখ্যান সংস্থার প্রকাশিত ‘নারী প্রতিবেদন-২০২২’ থেকে এই তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে সৌদিতে সাড়ে ৩ লাখ নারীর বিবাহ বিচ্ছেদ হয়েছে।

এরমধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি দেখা গেছে, ৩০ থেকে ৩৪ বছর বয়সী নারীদের মধ্যে। এই বয়সী মোট ৫৪ হাজার নারীর গত বছর সংসার জীবনের ইতি ঘটেছিল। আর দ্বিতীয়স্থানে আছেন ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীরা। গত বছর এই বয়সী ৫৩ হাজার নারী স্বামীর সংসার ছেড়েছিলেন। এছাড়া গত বছর বিধবা বা স্বামী হারা হয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন নারী।

বিভিন্ন জরিপ, রেজিস্টারের তথ্য এবং ২০২২ সালের আদমশুমারির তথ্য গবেষণা করে এসব তথ্য পাওয়া গেছে। এই পরিসংখ্যানের মাধ্যমে সমাজের বিভিন্ন খাত যেমন- শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে নারীদের অবস্থান সম্পর্কে জানা গেছে। সূত্র- গালফ নিউজ

সারাদিন/১৩ আগস্ট/এমবি 

Nagad