শপথ নিলেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

শপথ নিলেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক, ছবি- সংগৃহীত

পাকিস্তানের অষ্টম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক সিনেটর আনোয়ারুল হক কাকার।

সোমবার (১৪ আগস্ট) ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে ধূসর স্যুট পরিহিত আনোয়ারুল হককে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদের আইওয়া-ই-সদরে চলে উদযাপন। সেখানেই অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করেন আনোয়ারুল হক। আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন তিনি।

শপথ পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান নাদিম রাজা, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি, আন্তবিভাগ গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম এবং সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার রাজা পারভেজ আশরাফ, সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি, সিন্ধের গভর্নর কামরান টেসরি, পাঞ্জাবের গভর্নর বালিঘুর রেহমান, খাইবার পাখতুনখোয়ার গভর্নর হাজি গুলাম আলি, পিটিআই সিনেটর শাজাদ ওয়াসিম ও পিপিপি নেতা ফয়সাল করিম কুন্দি।

Nagad

শপথ গ্রহণের পর সেনাকর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন নতুন প্রধানমন্ত্রী। তার প্রথম কাজই এখন এই অন্তবর্তীকালীন সময়ের জন্য মন্ত্রিসভা গঠন করা।

সারাদিন/১৪ আগস্ট/এমবি