মেসির নতুন মাইলফলক
চলতি মৌসুমে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। একের পর এক দারুণ পারফরম্যান্স করে ক্লাবটির প্রতি দর্শকদের মনোযোগ আরও বাড়িয়ে দিয়েছেন।
এখন পর্যন্ত অনুষ্ঠিত ৬ ম্যাচেই ৯টি গোল পেয়েছেন লিওনেল মেসি। এরই মধ্যে ক্যারিয়ারসেরা দীর্ঘতম গোলও হয়ে গেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। সর্বশেষ ম্যাচে ৩২ মিটার দূর থেকে গোল করেছেন মেসি।
বুধবার (১৬ আগস্ট) ভোরে লিগস কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে ফিলাডেলফিয়ার বিপক্ষে নেমেছিল ইন্টার মায়ামি। দলটির শক্তিমত্তাকে পাশে রেখে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নেন মেসিরা।
ম্যাচের ২০তম মিনিটে আসে মায়ামির সবচেয়ে বড় তারকার গোলটি। তাও সেটি ছিল ডি-বক্সের অনেক বাইরে থেকে মাটি ছুঁয়ে নেওয়া শটে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই গোলটিই এখন মেসির ক্যারিয়ারে করা সবচেয়ে দীর্ঘতম গোল। মাত্র ৩০ সেন্টিমিটারের ব্যবধানে তিনি নতুন রেকর্ডটি গড়েছেন। এর আগে ২০১৮ সালে বার্সেলোনার জার্সিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩১.৭ মিটার দূর থেকে গোল করেছিলেন মেসি। তবে সেই গোলটি ছিল ফ্রি-কিক থেকে।
সারাদিন/১৬ আগস্ট/এমবি