তিন সপ্তাহেই ৩০০ কোটির ঘরে রণবীর-আলিয়ার সিনেমা
বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। এখনও দেশ ও বিদেশের একাধিক প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিন সপ্তাহ পার করে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার আয় ৩০০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪০০ কোটি টাকা।
সাত বছর পর পরিচালকের আসনে ফের বসে দর্শকের ভালোবাসা আদায়ে সক্ষম হয়েছেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক করণ জোহর। তিনি কথা দিয়েছিলেন এই সিনেমার হাত ধরে ফিরিয়ে আনবেন ‘ওল্ড বলিউড ভাইব’। দর্শক ও সমালোচকদের মতে সেই পথেই এগিয়েছে তার নতুন সিনেমা। প্রথম দিনেই বক্স অফিসে দুই অঙ্কের লাভ দেখেছিল সিনেমাটি।
যারা বলিউড প্রেমী তাদের জন্য পারফেক্ট সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। কারণ এতে বলিউড সিনেমার সমস্ত উপাদান রয়েছে। রোম্যান্স, মশলা, ক্লাসিক হিন্দি সিনেমার ছোঁয়া, সবটাই যথাযথ। সিনেমাতে রণবীর ও আলিয়া ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী।
সারাদিন/১৯ আগস্ট/এমবি