আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইউক্রেনের ড্রোনের আঘাতে রাশিয়ার ‘সুপারসনিক বোম্বার’ ধ্বংস
রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় একটি সুপারসনিক বোম্বার (যুদ্ধবিমান) ধ্বংস হয়ে গেছে। শব্দের চেয়ে দ্বিগুণ গতির এই যুদ্ধবিমান দূর থেকে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার ছবি বিশ্লেষণ করে গতকাল সোমবার বিবিসি বলেছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণ সোলৎসি-২ বিমানঘাঁটিতে একটি তাপোলেভ টিইউ-২২ যুদ্ধবিমান পুড়তে দেখা গেছে।মস্কো বলছে, একটি ড্রোনকে লক্ষ্য করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল। কিন্তু এরপরও এটি একটি উড়োজাহাজের ক্ষতি করতে সক্ষম হয়। তবে ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে টিইউ-২২ যুদ্ধবিমান। ইউক্রেনের শহরগুলোয় হামলা চালাতে এই যুদ্ধবিমান ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সূত্র: প্রথম আলো


হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
ইয়েমেন সীমান্তে সৌদির গণহত্যা!
* নিহতের সংখ্যা কয়েক হাজার হতে পারে * বেশির ভাগই ইথিওপিয়ার নাগরিক * অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব * ওই সীমান্তে হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে : বিবিসি * গত বছরের মার্চ থেকে চলতি বছরের জুন পর্যন্ত তথ্য সংগ্রহ
সৌদি আরবের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে ইয়েমেন সীমান্তে অভিবাসীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউ) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সৌদি আরব এই অভিযোগ আমলে নিলেও হত্যাকাণ্ডগুলো কাঠামোগতভাবে বা বড় পরিসরে হয়নি বলে দাবি করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন হয়ে সৌদি আরবে পাড়ি জমানো কয়েক শ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।তাদের বেশির ভাগই ইথিওপিয়ার বাসিন্দা।বেঁচে যাওয়া অভিবাসীরা গণমাধ্যমকে বলেন, গুলির আঘাতে তাঁদের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁরা রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখেছেন। সূত্র: কালের কণ্ঠ
‘বিগ বস’র আগমনে আয়োজন কারাগারে
১৫ বছর পর দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন * লোক দেখানো গ্রেফতার নাটকের পরই রয়েছে রাজকীয় ক্ষমার যবনিকা
চাপা উত্তেজনায় থাইল্যান্ড থমথমে। ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দর থেকে রিমান্ড কারাগার-কড়া পাহারায় পুলিশ। টানা ১৫ বছর পর দেশের মাটিতে পা রাখছেন থাইল্যান্ডের ‘বিগ বস’। কেউ কেউ আবার ‘বিগ বস’র আগে বিশেষণের আরেকটি অতিমাত্রা ব্যবহার করে ডাকেন ‘দ্য বিগ বস’। নামের ভারিক্কিতে মাফিয়া কিংবা ডনের ওজন থাকলেও তিনি আসলে একজন রাজনীতিবিদ। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। আজ বিকালেই পার্লামেন্টের ভোটাভুটিতে ক্ষমতার গদিতে বসতে যাওয়া ফেউ থাই পার্টির দলনেতা থাকসিন সিনাওয়াত্রা (৭৪)। আজকের পর থেকে তার ঈশারায়ই চলবে থাই সরকার। অথচ মাথার উপরে ঝুলছে ১২ বছরের জেল! আর এ কারণেই নড়েচড়ে বসেছে রাজধানী ব্যাংককের পুলিশ প্রশাসনও। কারা নিরাপত্তা বাড়িয়েছে। গোছগাছ চলছে জেলখানায় তার থাকার ঘরে। ব্যক্তিগত বিমান থেকে বিমানবন্দরে নামার পরপরই তাকে ব্যাংকক রিমান্ড জেলে নিয়ে যাওয়ার সব আয়োজনই সম্পন্ন।আজ স্থানীয় সময় সকাল ৯টায় নিজস্ব প্রাইভেট জেটে ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকেই সরাসরি সুপ্রিমকোর্টে হাজির করানো হবে। দেশটির পুলিশ ও সংশোধন বিভাগ যেন সেই অপেক্ষায়ই রয়েছেন। সূত্র: যুগান্তর
থাকসিন ১৫ বছর পর দেশে ফিরেছেন
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা স্বেচ্ছা নির্বাসনে ১৫ বছর বিদেশে থাকার পর দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে একটি ব্যক্তিগত বিমানে করে তিনি দেশে ফেরেন। খবর বিবিসির -প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার একটু আগে থাকসিনকে বহনকারী বিমান ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করে।এর আগে তার বোন, থাইল্যান্ডের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা টিকটকে একটি ভিডিও পোস্ট করেন, তাতে ঘন নীল স্যুট ও লাল টাই পরা থাকসিনকে ছোট একটি বিমানের সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়।সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ইংলাকের আরেকটি পোস্টে দেওয়া ছবিতে থাকসিনকে সিঙ্গাপুরে তার ব্যক্তিগত বিমানের ভেতরে বসে থাকতে দেখা যায়। এই পোস্টে ইংলাক বলেন, ‘যে দিনটির জন্য আমার ভাই অপেক্ষা করছিল তা এসেছে।’ সূত্র; সমকাল
ইউক্রেনের পূর্বাঞ্চলের দিকে এগোচ্ছে রুশ বাহিনী
রাশিয়ার রাজধানী মস্কোর কয়েকটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়া দাবি করেছে মস্কো অঞ্চলে দুটি ইউক্রেনীয় ড্রোনের হামলা ব্যর্থ করে দেওয়া হলেও রাজধানী এবং এর বাইরে অন্তত ৫০ বিমানের ফ্লাইট ব্যাহত হয়েছে। ইউক্রেন যখন ড্রোন হামলায় ব্যস্ত, তখন ইউক্রেনের পূর্বাঞ্চলের চারদিক দিয়ে রুশ বাহিনী এগিয়ে চলেছে। তারা খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক, ওডেসার লিমানস্কি, দোনেৎস্কের আভদিভস্কি এবং ভোলগোগ্রাদের মেরিনস্কির দিকে তারা অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এই তথ্য জানিয়েছেন।তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘কুপিয়ানস্কের কাছে চলে এসেছে, শত্রুরা গোলা ছুড়ছে ও এলাকাটিকে তারা ধ্বংস করে দিচ্ছে। যদিও আমাদের সেনারা শত্রুদের অগ্রযাত্রা রুখে দিচ্ছেন।’ সূত্র: বিডি প্রতিদিন।
প্রবৃদ্ধির হাতিয়ার রোবট
বর্তমানে বৈশ্বিকভাবে রোবটের সবচেয়ে বড় প্রস্তুতকারক দেশ চীন। গত বছর বিশ্বের ইন্ডাস্ট্রিয়াল রোবটের অর্ধেকেরই বেশি তৈরি করেছে চীন। দেশটি এবার শিল্পক্ষেত্রে পণ্য তৈরি কিংবা প্রক্রিয়াকরণে রোবটের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা করছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ভবিষ্যতের কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন এবং সুশৃঙ্খল শিল্পব্যবস্থা তৈরির বিষয়টি নিশ্চিত করতেই দেশটি এ উদ্যোগ নিয়েছে। গত বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ওয়ার্ল্ড রোবট কনফারেন্স। ওই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপমন্ত্রী জিন গুওবিন রোবোটিকস শিল্প নিয়ে সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে বলেন, অটোমেশন ও অ্যাপ্লিকেশনের অভূতপূর্ব উন্নতির কারণে রোবট এখন নতুন প্রজন্মের তথ্যপ্রযুক্তির সঙ্গে গভীরভাবে একীভূত হয়েছে। এটি অর্থনীতি থেকে শুরু করে সমাজের প্রতিটি ক্ষেত্রে জায়গা করে নিয়েছে। সূত্র; দেশ রুপান্তর
‘গণতান্ত্রিক’ কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী হুন মানেত
কম্বোডিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের ছেলে হুন মানেত। আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের সদস্যরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে হুন মানেতকে স্বীকৃতি দেন। এর মধ্য দিয়ে দেশটিতে পরিবারতান্ত্রিক শাসনের ইতিহাস আরও দীর্ঘায়িত হওয়ার পথ পেল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র থাকলেও দেশটি পরিচালিত হয় গণতান্ত্রিক উপায়ে। কিন্তু বিগত ৩৮ বছর ধরের একা ক্ষমতা দখল করে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী হুন সেন। সর্বশেষ দুই জাতীয় পার্লামেন্ট নির্বাচনে প্রধান দুই বিরোধী দলকে নিষিদ্ধ করে নির্বাচনের আয়োজন করা হয়। সূত্র; আজকের পত্রিকা
ব্রিকসে মোদী-হাসিনা বৈঠকের নিশ্চয়তা দিল না ভারত
আগামিকাল (২২শে অগাস্ট) থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস জোটের যে শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে, তার অবকাশে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কোনও বৈঠক হচ্ছে কি না, এ ব্যাপারে বিবিসি বাংলার এক নির্দিষ্ট প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াটরা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সামিটের অবকাশে কোন কোন দ্বিপাক্ষিক বৈঠক করবেন তার কিছুই এখনও কিছু চূড়ান্ত হয়নি। হলেই সেটা আপনারা জানতে পারবেন।”ব্রিকসের সম্প্রসারণের ক্ষেত্রে নতুন সদস্য হিসেবে বাংলাদেশের প্রার্থিতাকে ভারত সমর্থন করবে কি না, এই প্রশ্নের জবাবও মি কোয়াটরা এড়িয়ে গিয়েছেন। সূত্র: বিবিসি বাংলা।
মাউই দ্বীপে দাবানল: এখনও নিখোঁজ ৮৫০
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপে ভয়াবহতম দাবানলের পর এখনও সন্ধান মেলেনি প্রায় সাড়ে আটশ মানুষের। প্রাথমিক নিখোঁজের তালিকায় থাকা আরো ১২শ’র বেশি মানুষ নিরাপদে ফিরে এসেছেন বলে সোমবার জানিয়েছেন কাউন্টি মেয়র রিচার্ড বিসেন।বলেছেন, তবে উভয় সংখ্যাই ওঠানামা করতে পারে। দাবানলে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।গত ৮ অগাস্ট শতাব্দীর ভয়াবহতম দাবানলে মাত্র কয়েক ঘণ্টায় পুড়ে ছাই হয়েছে গেছে মাউই দ্বীপের ঐতিহ্যবাহী শহর লাহাইনা। আগুনে পুড়ে মারা যাওয়াদের লাশ খুঁজে পেতে সেখানে ধীর গতিতে নির্মম এক তল্লাশি অভিযান চলছে। সূত্র; বিডি নিউজ
বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি
বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করতে চলেছে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশিদের জন্য এই প্ল্যাটফর্মটি চালু করবে দেশটি। এর মাধ্যমে বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছে দেশটি। সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব আগামী বৃহস্পতিবার ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করবে বলে সৌদি পর্যটন কর্তৃপক্ষ আরব নিউজকে জানিয়েছে। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। সূত্র; ঢাকা পোস্ট