ঝিনাইদহ ৫৮ বিজিবি ব্যাটালিয়ানের বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পাতিলা গ্রাম থেকে ৫ কেজি ৪শ’৭৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২২ আগস্ট) আজ রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের মহেশপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ান সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে একজন ব্যক্তি জীবননগর থানার পাতিলা গ্রামের ঈদগাহ এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে আজ বিকাল ৫ টার দিকে অভিযান চালায় বিজিবি। সেসময় স্বর্ণ চোরাকারবারী মোটর সাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি পিছু ধাওয়া করে।

তিনি আরো জানান, এমন সময় ওই ব্যক্তির কোমরে থাকার বেল্ট টান দিলে সেটি খুলে চলে আসে এবং বিজিবি সেটি হেফাজতে নেয়। এরপর ওই বেল্ট থেকে ৫ কেজি, ৪শ’ ৭৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মুল্য ৪ কোটি ৭৪ লক্ষ ৮৮ হাজার ৭শ’ টাকা।